AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big News: ইতিহাস গড়ল আরআরআর, গোল্ডেন গ্লোব-এর পর এবার কোথায় ৫ বিভাগে মনোনীত রাজামৌলির ছবি

RRR: RRR সেরা ছবি, সেরা পরিচালক (এসএস রাজামৌলি), সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র, সেরা ভিজ্যুয়াল এফেক্টস এবং সেরা গান (নাতু নাটু)-এর জন্য মনোনিত হয়েছে।

Big News: ইতিহাস গড়ল আরআরআর, গোল্ডেন গ্লোব-এর পর এবার কোথায় ৫ বিভাগে মনোনীত রাজামৌলির ছবি
আর আর আর- আর আর আর রাজা মৌলি পরিচালিত চলতি বছরের অন্যতম চর্চিত ছবি। মোটের উপর এই ছবি ভারতের বুকে ব্যবসা করে ৯৪৪ কোটি টাকা। বিভিন্ন প্রতিযোগিতায় এই ছবি বারে বারে জায়গা করে নেয়।
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 11:04 AM
Share

মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল দক্ষিণী পরিচালক রাজামৌলির (SS Rajamouli) ছবি আরআরআর (RRR)। ভারতের বুকে মুক্তি পাওয়া মাত্র তা বক্স অফিসে (Bollywood Box Office) ব্যপক প্রভাব ফেলে। জুনিয়ার এনটিআর (Jr NTR) ও রামচরণ (Ram Charan) অভিনীত এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে খ্যাত। বিভিন্ন পুরস্কারের মঞ্চে তা বারে বারে মনোনয়ন পেয়েছে অতীতে। অস্কার দৌরে নাম লেখানোর প্রসঙ্গ থেকে শুরু করে গোল্ডেন গ্লোব, আরআরআর প্রতিযোগিতায় নেমে আন্তর্জাকিত ছবিকে দিচ্ছে কড়া টক্কর। এবার ক্রিটিক চয়েচ অ্যাওয়ার্ড ২০২৩-এ ৫টি বিভাগে মনোনয়ন পেল এই ছবি। এসএস রাজামৌলির পিরিয়ড অ্যাকশন ফিল্ম আরআরর তাই আবারও চর্চার কেন্দ্রে। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস বুধবার তাদের ২০২৩ সালের মনোনয়ন ঘোষণা করে, সেখানেই দেখা যায়, RRR সেরা ছবি, সেরা পরিচালক (এসএস রাজামৌলি), সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র, সেরা ভিজ্যুয়াল এফেক্টস এবং সেরা গান (নাতু নাটু)-এর জন্য মনোনিত হয়েছে।

সেরা ছবির বিভাগে আরআরআর প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার অবতারের সঙ্গে কড়া টক্করে সামিল, পাশপাশি প্রতিযোগিতায় থাকছে- ব্যাবিলন, দ্য ব্যানশিস অফ ইনিশারিন, এলভিস, এভরিথিং এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানস, দ্য ফ্যাবেলম্যানস, গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি , টর।

অন্যদিকে পরিচালক এসএস রাজামৌলি জেমস ক্যামেরন (অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার), ড্যামিয়েন শ্যাজেল (ব্যাবিলন), টড ফিল্ড (টার), বাজ লুহরম্যান (এলভিস), ড্যানিয়েল কোয়ান, ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস), মার্টিন ম্যাকডোনাঘের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মূল গানের বিভাগে মনোনীতরা হলেন ক্যারোলিনা ফ্রম হোয়ার দ্য ক্রাউড্যাডস সিং, টেলর সুইফটের গান; গুইলারমো দেল তোরোর পিনোকিও, আলেকজান্ডার ডেসপ্ল্যাটের গান; হোল্ড মাই হ্যান্ড ফ্রম টপ গান: ম্যাভেরিক, লেডি গাগার গান, ব্লাডপপ, বেঞ্জামিন রাইস; লিফট মি আপ ফ্রম ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার, টেমস, রিহানা, রায়ান কুগলার, লুডভিগ গোরানসন; আর আরআরআর থেকে নাটু নাটু, গানে– এম.এম. কিরাবণী। গোল্ডেন গ্লোবে মনোনয়ন পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেচিলেন ছবির স্টারেরা, এবার ক্রিটিক চয়েসের পালা। এখন দেখার বিষয় মোট কোন কোন বিভাগে কটা পুরস্কার আরআরআর ছবির জুলিতে আসে।