দু’দশক পর ‘ডিস্কো ডান্সার’ ফিরছে নাট্যমঞ্চে! সৌজন্যে সেলিম-সুলেমান

শুভঙ্কর চক্রবর্তী |

May 19, 2021 | 9:30 PM

মিউজিক্যালের প্রধান চরিত্রে কে রয়েছেন সে প্রসঙ্গে মুখ খোলেননি পরিচালক সুভাষ। তিনি বলেন, “ফিল্ম এবং নাটক দুটি ভিন্ন মাধ্যম এবং আমি সত্যিই জানি না যে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন,"

Follow Us

হাতে মাইক। মাথায় ফেট্টি। পরনে চকমকি রুপোলী রঙের শার্ট ম্যাচিং করে বেল্টবটম প্যান্ট। স্টেজে মিঠুনদা। জোর চিৎকার, “উইল ইউ সিং উইদ মি…”। তারপর ইতিহাস।

সাল ১৯৮২। ছবির নাম ‘ডিস্কো ডান্সার’। এপাশ থেকে ওপাশ মিঠুন চক্রবর্তী ছুচে চলেছেন আর গলায় গান ‘আই অ্যাম এ ডিস্কো ডান্সার… আই অ্যাম এ ডিস্কো ডান্সার… আই অ্যাম এ ডিস্কো ডান্সার…জিন্দেগি মেরা গানা…মে কিসি কা দিওয়ানা…তো ঝুমো..তো নাচো..আও মেরে সাথা নাচো গাও…’।

 

আরও পড়ুন পুলিশ সেজে ওটিটিতে ‘ভুত’ ধরবে সইফ-অর্জুনরা, নিউ নর্মালে এটাই ‘প্যারানর্মাল’

 

আটের দশকের ‘ডিস্কো বিট’ এবার ফিরতে চলেছে। না না পর্দায় কিংবা সিরিজে নয়। নাট্য মঞ্চে। মিঠুন চক্রবর্তী, রাজেশ খান্না, ওম পুরী অভিনীত বব্বর সুভাষের ছবি ‘ডিস্কো ডান্সার’ নাট্য রূপে ফিরতে চলেছে মঞ্চে। গোটা বিষয়ের দায়িত্বে রয়েছেন মিউজিক্যাল ডুয়ো সলিম এবং সুলেমান। ‘ডিস্কো ডান্সার’ মিউজিক্যাল হয়ে ফিরতে চলেছে মঞ্চে। ছবির পরিচালক বব্বর সংবাদমাধ্যমকে বলেন, “আমি ফিল্মের চিত্রনাট্য সত্ত্ব সেলিম-সুলেমানকে দিয়েছি এবং তাঁদের সঙ্গে ‘সা রে গা মা’ও রয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে সেলিম মার্চেন্ট বলেন যে লকডাউনের কারণে, রিহার্সাল বন্ধ রয়েছে যখন সবকিছু খোলা হবে, সরকারী অনুমতি নিয়ে তাঁরা কাজ শুরু করবেন।

তবে, মিউজিক্যালের প্রধান চরিত্রে কে রয়েছেন সে প্রসঙ্গে মুখ খোলেননি পরিচালক সুভাষ। তিনি বলেন, “ফিল্ম এবং নাটক দুটি ভিন্ন মাধ্যম এবং আমি সত্যিই জানি না যে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন,” তিনি বলেন, “যদিও সেলিম বলেছেন যে এটি ‘নামকরা” হবে। ” আমি যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত । যদিও গানটির সত্ত্ব ‘সা রে গা মা’র কাছে রয়েছে তাই ছবিটি থেকে কোন গানগুলো ব্যবহৃত হবে তা আমার ধারণা নেই। তবে আমি চাইব যেহেতু এটি মিউজিক্যাল তাঁরা ‘জিমি জিমি’ এবং ‘ডিস্কো ডান্সার’ গানটি ব্যবহার করুক।’

হাতে মাইক। মাথায় ফেট্টি। পরনে চকমকি রুপোলী রঙের শার্ট ম্যাচিং করে বেল্টবটম প্যান্ট। স্টেজে মিঠুনদা। জোর চিৎকার, “উইল ইউ সিং উইদ মি…”। তারপর ইতিহাস।

সাল ১৯৮২। ছবির নাম ‘ডিস্কো ডান্সার’। এপাশ থেকে ওপাশ মিঠুন চক্রবর্তী ছুচে চলেছেন আর গলায় গান ‘আই অ্যাম এ ডিস্কো ডান্সার… আই অ্যাম এ ডিস্কো ডান্সার… আই অ্যাম এ ডিস্কো ডান্সার…জিন্দেগি মেরা গানা…মে কিসি কা দিওয়ানা…তো ঝুমো..তো নাচো..আও মেরে সাথা নাচো গাও…’।

 

আরও পড়ুন পুলিশ সেজে ওটিটিতে ‘ভুত’ ধরবে সইফ-অর্জুনরা, নিউ নর্মালে এটাই ‘প্যারানর্মাল’

 

আটের দশকের ‘ডিস্কো বিট’ এবার ফিরতে চলেছে। না না পর্দায় কিংবা সিরিজে নয়। নাট্য মঞ্চে। মিঠুন চক্রবর্তী, রাজেশ খান্না, ওম পুরী অভিনীত বব্বর সুভাষের ছবি ‘ডিস্কো ডান্সার’ নাট্য রূপে ফিরতে চলেছে মঞ্চে। গোটা বিষয়ের দায়িত্বে রয়েছেন মিউজিক্যাল ডুয়ো সলিম এবং সুলেমান। ‘ডিস্কো ডান্সার’ মিউজিক্যাল হয়ে ফিরতে চলেছে মঞ্চে। ছবির পরিচালক বব্বর সংবাদমাধ্যমকে বলেন, “আমি ফিল্মের চিত্রনাট্য সত্ত্ব সেলিম-সুলেমানকে দিয়েছি এবং তাঁদের সঙ্গে ‘সা রে গা মা’ও রয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে সেলিম মার্চেন্ট বলেন যে লকডাউনের কারণে, রিহার্সাল বন্ধ রয়েছে যখন সবকিছু খোলা হবে, সরকারী অনুমতি নিয়ে তাঁরা কাজ শুরু করবেন।

তবে, মিউজিক্যালের প্রধান চরিত্রে কে রয়েছেন সে প্রসঙ্গে মুখ খোলেননি পরিচালক সুভাষ। তিনি বলেন, “ফিল্ম এবং নাটক দুটি ভিন্ন মাধ্যম এবং আমি সত্যিই জানি না যে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন,” তিনি বলেন, “যদিও সেলিম বলেছেন যে এটি ‘নামকরা” হবে। ” আমি যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত । যদিও গানটির সত্ত্ব ‘সা রে গা মা’র কাছে রয়েছে তাই ছবিটি থেকে কোন গানগুলো ব্যবহৃত হবে তা আমার ধারণা নেই। তবে আমি চাইব যেহেতু এটি মিউজিক্যাল তাঁরা ‘জিমি জিমি’ এবং ‘ডিস্কো ডান্সার’ গানটি ব্যবহার করুক।’

Next Article