Satyaki Banerjee: পুজোর পরই ‘একচালা’র আমন্ত্রণ, থাকবেন সাত্যকি এবং বর্ণ অনন্যর শিল্পীরা
Satyaki Banerjee: পুজোর ঠিক পরেই দ্বাদশীর দিন আগামী ১৭অক্টোবর বাংলা অ্যাকাডেমি অব ফাইন আর্টসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে সাত্যকি এবং বর্ণ অনন্য।
আজ মহাষষ্ঠী। দুর্গাপুজো শুরু। মা এসেছেন বাপের বাড়ি। ঘরে ফেরার টান সকলেরই। এই চার-পাঁচদিনের জন্য বছরভরের অপেক্ষা। আড্ডা, গান, ভুরিভোজে দেখতে দেখতে কেটে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসবের পরেই যেন বিষাদের সুর। আবার এক বছরের অপেক্ষা। তবে সেই মন খারাপের মাঝেও মন ভাল করার খবর রয়েছে। কারণ গানের রেশ চলবে পুজো পেরিয়েও। সৌজন্যে সাত্যকি বন্দ্যোপাধ্যায়।
এই মুহূর্তে অন্য ধারার গায়কী যাঁদের রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম নাম সাত্যকি। পুজোর ঠিক পরেই দ্বাদশীর দিন আগামী ১৭অক্টোবর বাংলা অ্যাকাডেমি অব ফাইন আর্টসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে সাত্যকি এবং বর্ণ অনন্য। প্রিয়নাথ মান্না বস্তি কমিউনিটি ক্যান্টিনের উদ্যোগে হবে এই অনুষ্ঠান।
উৎসব আসলে বুক বাঁধার স্বপ্ন দেখায়। উৎসবের আলোর রোশনাই সমস্ত মুখকে যেন আনন্দে ভরিয়ে তোলে, এই আশা থাকে বছরভর। সেই আনন্দকে বাড়িয়ে তুলতে প্রিয়নাথ মান্না বস্তি কমিউনিটি ক্যান্টিন দীর্ঘদিন ধরে লড়াই করছে। সেই আশায় আরও একটা বাতি জ্বালানো হবে দ্বাদশীর দিন। প্রাচীন বাংলার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে ছিল ‘একচালা’ শব্দটি। হাতে আঁকা একচালার সামনে সপরিবার উমা দাঁড়িয়ে রয়েছেন, এমন প্রতিমা এখন কম হলেও বিলুপ্ত নয়। এই একচালা আসলে অখন্ডতার প্রতীক। উদ্যোক্তারা সে কারণেই এই অনুষ্ঠানের নাম রেখেছেন ‘এক চালায়’।
২০২০-এর করোনা অতিমারি, লকডাউন এবং আম্ফান- এই তিন বিপর্যয়ের মধ্যে হাওড়ার বাজে শিবপুর অঞ্চলে শুরু করা হয় পি এম বস্তি কমিউনিটি কিচেন। হাওড়ার প্রিয়নাথ মান্না বস্তি, চড়া বস্তির মানুষ যেমন এর সঙ্গে যুক্ত ছিলেন, তেমনই যুক্ত হন বিভিন্ন প্রান্তে থাকা চেনা-অচেনা বন্ধুরা। এই কিচেনে সাধারণ শ্রমজীবী মানুষ বিনামূল্যে খাবার পাচ্ছিলেন। কিন্তু একে দীর্ঘমেয়াদী রূপ দিতে ‘কিচেন’কে ‘ক্যান্টিন’ করা হয়। এই উদ্যোগ পেরিয়ে গিয়েছে ৪০০ দিন। এই ক্যান্টিন চালাতে জয়রাজ, অর্ক, শ্রাবন্তী, মধুরিমা, সান্দ্রা, অনির্বাণ ভট্টাচার্য, বর্ণ অনন্য, তিতুমীর কালেক্টিভ ও আরও শিল্পীরা অনলাইন এবং অফলাইন কনসার্ট করেছেন। সাত্যকির অনুষ্ঠানও সেই উদ্যোগেরই এক অংশ।
আরও পড়ুন, Kiara Advani: লুক অ্যালাইককে কটাক্ষ, মুখ খুললেন কিয়ারা