Raghab Chatterjee: দেখুন তো ছবির এই গায়ককে চিনতে পারেন কিনা?

রাঘব মায়ের সঙ্গে শেয়ার করেছেন একাধিক ছবিও।

Raghab Chatterjee: দেখুন তো ছবির এই গায়ককে চিনতে পারেন কিনা?
মায়ের সঙ্গে রাঘব চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 11:29 PM
আজ গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের ৭৫তম জন্মদিন। মায়ের জন্মদিনে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন গায়ক। সেই সঙ্গে পোস্ট এই কবিতাও –
“আজ তোমার ৭৫তম মামনি। 
এমনই থেকো।
“তুমিই শুরু তুমিই তো পথ,
অনন্ত এক দুধের শপথ, মা বলি তাই সকল যন্ত্রনাকে”

এবারও পুজোতে গান মুক্তি পেয়েছে রাঘবের। একটি নয়, বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজোর গান বেরিয়েছে তাঁর। গানের বিষয় সম্পর্কে রাঘব বলেছেন, “আমার দুটি গান রিলিজ় করেছে পুজোর আগেই। একটি রাগাশ্রয়ী গান বেরিয়েছে, সেটার সুর ও লেখা সম্পূর্ণটাই আমার নিজের। গানটি অজয় চক্রবর্তী, মান্না দের স্টাইলের গান। মর্ডান সাউন্ডসে গান বেরিয়েছে একটি, যার মধ্যে রয়েছে পাশ্চাত্যের আঙ্গিক। কলকাতা ও মুম্বইয়ের পাঁচজন শিল্পী মিলে আলাদা আলাদা পাঁচটা গান করেছি আমরা। দারুণ কাজ। তেমনই আদিতি ও পৃথ্বীশের তৈরি করা আরও একটি গান একটু অন্যরকম। ৮০-র দশকে রাহুল দেব বর্মনের গানের ছায়া আছে তাতে। নানা ধরনের মিউজিকের কাজ হচ্ছে আর আমি নিজে যেহেতু ভার্সেটাইল মিউজিক করি, চাই মানুষ আমার থেকে নানা ধরনের মিউজিকের স্বাদ পান।”

পুজোর মরশুমেই রাঘব তৈরি করেছেন ‘স্বপ্নেরই ঝিনুকে’ নামের আরও একটি গান। সেই গান সম্পর্কে TV9 বাংলাকে রাঘব বলেছেন, “গানটা আমি গাইছি। সুর করেছেন আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী ও লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়। আমার মেয়েরাও সেসব গান করে, সেগুলোর অধিকাংশই পৃথ্বীশের লেখা।”

আরও পড়ুন: Ranveer-Deepika-83: ‘৮৩’র নির্মাতাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের, নাম জড়িয়েছে দীপিকারও

আরও পড়ুন: Most Searched 2021: ‘গুগল’-এ সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই তারকাদের, ভারত থেকে রয়েছেন কারা?