AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অনসম্বল’-এর ৩৮ বছরের সেলিব্রেশনে সোহাগ, সুজয়প্রসাদ-সহ শিল্পীদের অনুষ্ঠান

আজকের অনুষ্ঠানে ‘অনসম্বল’-এর আগামী প্রযোজনা ‘ধ্বস’-এর পোস্টার রিলিজ হবে। সোহাগ জানালেন, তুরস্কের নাটক ‘অ্যাভালাঞ্জ’কেই বাংলায় অ্যাডপ্ট করা হয়েছে। এটি স্ক্রিপ্টেড নাটক।

‘অনসম্বল’-এর ৩৮ বছরের সেলিব্রেশনে সোহাগ, সুজয়প্রসাদ-সহ শিল্পীদের অনুষ্ঠান
সোহাগ সেন এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।
| Updated on: Feb 11, 2021 | 12:55 PM
Share

৩৮ বছর আগে যাত্রা শুরু হয়েছিল। নাটকের দল ‘অনসম্বল’ তৈরি করেছিলেন শিল্পী সোহাগ সেন (Sohag Sen)। এত বছরে বহু নাটক তৈরি হয়েছে তাঁর দলে। বহু অভিনেতা তৈরি করেছেন তিনি। এই যাত্রাপথের সেলিব্রেশনে আজ, বৃহস্পতিবার প্রিন্স আনোয়ার শাহ রোডে দলের মহড়াকক্ষেই একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। যেখানে একটি ইংরেজি মনোলোগ পাঠ করবেন সোহাগ স্বয়ং। অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prasad Chatterjee) রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘রবিবার’-এর একটি অংশ পাঠ করবেন। রবীন্দ্রসঙ্গীত গাইবেন রোহিনী রায়চৌধুরী। কৌশিক বসু এবং সুতপা ঘোষ শোনাবেন ‘অনসম্বল’-এর পুরনো নাটকের গান।

আজ ফিরে তাকালে ৩৮ বছর আগের সময়টা কীভাবে দেখেন সোহাগ? দৃপ্ত কণ্ঠে বললেন, “প্রথম দিন আমি ভাবিওনি পরিচালনা করব। কিন্তু পাকেচক্রে করতে হয়েছে। তার আগে একটা ছোট নাটক পরিচালনা করেছিলাম। তখন ভাবিনি ৩৮ বছর পার হবে। তখন একটা করে নাটক পেতাম, করতাম। বেশ কয়েকটা শো হওয়ার পরেই আবার একটা নাটক করতে হবে এমন ছিল না। যখন আর একটা পাব, তখন করব, এমন ছিল। অনেক ছেলে মেয়ে এসছে এবং গিয়েছে। আজ দাঁড়িয়ে ৩৮ বছর আগে যারা ছিল, তারা কিন্তু কেউ নেই।”

আরও পড়ুন, ভালবাসার মানুষের সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে: রাফিয়াত রশিদ মিথিলা

সোহাগ জানালেন, অনেকেই রয়েছেন যাঁরা গত ২০-২৫ বছর ধরে ‘অনসম্বল’-এর সঙ্গে রয়েছেন। আবার অনেকেই কিছুদিন থেকে চলে গিয়েছেন। এই প্রবণতা নাকি ইদানিং কালে অনেক বেশি। তার কারণ হিসেবে সোহাগ বললেন, “একটু শেখার পর বেশিরভাগই সিনেমা বা টেলিভিশনে চলে যান, টেলিভিশনে সময়টা রক্ষা করে থিয়েটার করা সকলের পক্ষে সম্ভব হয় না।”

‘অনসম্বল’-এর কাজ নিয়ে বরাবরই শ্রদ্ধাশীল সুজয়প্রসাদ। তিনি বললেন, “অনসম্বলের মূল নির্যাস খুব গুরুত্বপূর্ণ। ৩৮ বছর ধরে যে সব নাটক তারা করেছে, তার মধ্যে অনেকগুলোই মহড়া করতে-করতে তৈরি হয়েছে কর্মশালাতেই। সোহাগদির মস্তিষ্কপ্রসূত। এটা কিন্তু ভারতীয় নাটকের ভিন্ন দিক। ৮০-র দশকে সোহাগদি যখন কর্মশালা ভিত্তিক প্রযোজনা এবং নাটক তৈরি করার দিকে মনোযোগ দিলেন, তাঁর হাত দিয়ে অনেক নতুন অভিনেতা তৈরি হয়েছে।”

আরও পড়ুন, কেন টেডি পছন্দ? শেয়ার করলেন প্রমিতা, ঐন্দ্রিলা, স্বস্তিকা

আজকের অনুষ্ঠানে ‘অনসম্বল’-এর আগামী প্রযোজনা ‘ধ্বস’-এর পোস্টার রিলিজ হবে। সোহাগ জানালেন, তুরস্কের নাটক ‘অ্যাভালাঞ্জ’কেই বাংলায় অ্যাডপ্ট করা হয়েছে। এটি স্ক্রিপ্টেড নাটক। অনেকদিন পর এই ধারায় ফিরলেন তিনি। মাঝে বদলে ফেলেছিলেন নাটকের ধারা। তার কারণ হিসেবে সোহাগ শেয়ার করলেন, “নতুন ছেলেমেয়ে আসতে শুরু করার পর নাটকের ধারাও পাল্টাতে শুরু করে। আগে আমি স্ক্রিপ্টেড নাটক করতাম। নানা জায়গা থেকে নানা ধরনের অভিনয় অভিজ্ঞতা নিয়ে ছেলেমেয়ারা আসত। তাদের একজায়গায় নিয়ে আসতাম বটে, কিন্তু সেটা সময়সাপেক্ষ ছিল। তাই-ই ঠিক করেছিলাম ওয়ার্কশপ করব, যাতে সকলকে এক জায়গায় নিয়ে আসা যায়। তখন থেকে ওয়ার্কশপ নাটক শুরু করলাম। এখন আবার স্ক্রিপ্টেড নাটক করছি।”

আরও পড়ুন, অভিনেতা-অভিনেত্রীদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার ব্যাপারটা দর্শককে ভীষণ বিভ্রান্ত করে দেয়: সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়

প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?
নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?
এক দলে এতজন হুমায়ুন কবীর!
এক দলে এতজন হুমায়ুন কবীর!
'বাংলায় যেটা 'আ' হয় ইংরেজিতে সেটা AA হয়', কেন বানান শেখালেন মমতা
'বাংলায় যেটা 'আ' হয় ইংরেজিতে সেটা AA হয়', কেন বানান শেখালেন মমতা
দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি...?
দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি...?