ভাইরাল চা কাকুর ‘চা’ গল্পে যোগ দিলেন ট্রোল হওয়া স্বরলিপি

আরেক লকডাউনের মধ্য দিয়ে বাঙালির জীবনযাপন চলছে। হয়তো শেষও। কে বলতে পারে?

ভাইরাল চা কাকুর 'চা' গল্পে যোগ দিলেন ট্রোল হওয়া স্বরলিপি
| Updated on: Jun 13, 2021 | 6:40 PM

২২ মার্চ, ২০২০। জনতা কার্ফু। লকডাউন। একটিমাত্র ভাইরাল ভিডিয়ো। শিরোনাম—‘চা খাব না আমারা?’ কোরোনার মতো ছড়িয়ে গিয়েছিল ফোনে-ফোনে। তারপর ট্রোল এবং ট্রোলার…ট্রোলেস্ট। বাঙালি পেল চা কাকুকে। আর চা কাকু মৃদুল কান্তি দেব হয়ে উঠলেন মিম-ভিডিয়ো এবং চাপ্রেমীদের ‘শাহরুখ খান’। আরেক লকডাউনের মধ্য দিয়ে বাঙালির জীবনযাপন চলছে। হয়তো শেষও। কে বলতে পারে? লকডাউন নস্টালজিয়ায় চা কাকু এবং চা কাকুকে ভাইরাল যিনি করলেন, সেই স্বরলিপি। আড্ডা জমল সেই চা-তেই। চাপ্রেমীদের সঙ্গে মুহূর্তের সাক্ষী হয়ে থাকলেন TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী।

Follow Us: