Tanmay Bhat: শিশু-ধর্ষণ নিয়ে কুৎসিত পোস্ট তন্ময় ভাটের, রোষানলে হাতছাড়া বড় কাজ

Tanmay Bhat: কৌতুকশিল্পী তন্ময় ভাট এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। ভাইরাল তাঁর প্রায় এগারো বছর আগে করা বেশ কিছু টুইট। যে কারণে তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে তন্ময়কে।

Tanmay Bhat: শিশু-ধর্ষণ নিয়ে কুৎসিত পোস্ট তন্ময় ভাটের, রোষানলে হাতছাড়া বড় কাজ
তন্ময় ভাট।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 8:02 PM

কৌতুকশিল্পী তন্ময় ভাট এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। ভাইরাল তাঁর প্রায় এগারো বছর আগে করা বেশ কিছু টুইট। যে কারণে তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে তন্ময়কে। শুধু নিন্দাই নয়, ওই টুইটের কারণেই বড় কাজ হাতছাড়া হল তাঁর। এক সংস্থার ডিজিটাল ক্যাম্পেনের মুখ হিসেবে নিয়েও তন্ময়কে বাদ দিল সেই সংস্থা। এ দিন ওই সংস্থার তরফে এক টুইটে লেখা হয়, “আমরা কখনওই ওই অভিনেতা ব্যক্তিগত চিন্তাভাবনা যা অন্য কারও মনে আঘাত দিচ্ছে তা সাপোর্ট করি না। আমরা ওই ক্যাম্পেন সরিয়ে নিচ্ছি।” ১১ বছর আগে ২০১২ সালে কী লিখেছিলেন তন্ময়?

ওই টুইট সিরিজে তন্ময় লেখেন, “কী করে জানলেন শিশুরা ধর্ষণ পছন্দ করে না”? এখানেই শেষ নয় অপর এক টুইটে তিনি লেখেন, “যখনই মেয়েদের ছোটবেলার নগ্ন ছবি দেখি কেমন একটা লাগে। মনে হয়, হাহা তোমার স্তন দেখেছ আমি..।” আর এই কদর্য টুইট ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক নিন্দাসূচক টুইট। তাঁর মানসিকতা নিয়েও তোলা হয় প্রশ্ন। এখানেই শেষ নয়, গণেশ ঠাকুরকে নিয়ে পরপর টুইটে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও ওঠে। যে সংস্থার ক্যাম্পেনের মুখ হয়েছিল তন্ময়, প্রশ্ন ওঠে সেই সংস্থাকে নিয়েও। কেন তাঁরা তাঁকে মুখ করলেন, ক্ষোভ ব্যক্ত করতে শুরু করেন নেটিজেনদের একটা বড় অংশ। আর এর পরেই ওই সংস্থার পক্ষ থেকে টুইটে তন্ময়কে বাদ দেওয়ার ঘোষণা করা হয়।  যদিও এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে তন্ময় মুখ খোলেননি। তবে তাঁর বিরুদ্ধে নিন্দা থামছেই না।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই কমেডিয়ান। লতা মঙ্গেশকর ও সচীন তেন্ডুলকরকে নিয়ে তাঁর অবমাননাকর মন্তব্যে অতীতেও তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবারও আলোচনার কেন্দ্রে তিনি। তবে শিশুদের নিয়ে এ হেন টুইটে কমেডিয়ানের উপর কার্যত ক্ষুব্ধ আট থেকে আশি। জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।