Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harry Potter Actor Death: ৮২ বছর বয়সেই থামল হ্য়ারি পটারের ডম্বলডোরের জীবন; প্রয়াত অভিনেতা মাইকেল গ্যাম্বন

Michael Gambon Death: কেবল হ্যারি পটারের ছবিগুলি নয়, ৫ দশক ধরে হলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন মাইকেল। কণ্ঠের জন্য বিখ্যাত ছিলেন এই অভিনেতা। হ্যারি পটার গল্পের হগওয়ার্টসের প্রিন্সিপাল ডম্বলডোরের জন্য আরও অনেকটা বেশি লাইমলাইট কেড়েছিলেন মাইকেল।

Harry Potter Actor Death: ৮২ বছর বয়সেই থামল হ্য়ারি পটারের ডম্বলডোরের জীবন; প্রয়াত অভিনেতা মাইকেল গ্যাম্বন
মাইকেল গ্যাম্বন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 7:16 PM

লেখিকা জে.কে রাউলিংয়ের কালজয়ী কিশোর সাহিত্য় সিরিজ় হ্যারি পটারকে সিনেমার পর্দাতেও জায়গা পেয়েছিল। গল্পের অ্যালবাস ডম্বলডোরের চরিত্রটিকে পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা মাইকেল গ্যাম্বন। ৮২ বছর বয়সে প্রয়াম ঘটেছে তাঁর। ৬টি হ্যারি পটার ছবিতে ডম্বলডোরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন মুখপাত্র।

পরিবারের অনুমতি নিয়ে মাইকেলের মুখপাত্র জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। পরিবার বলেছে, “আমাদের প্রিয় মাইকেল গ্যাম্বনের মৃত্যুর খবর জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি। তিনি ছিলেন দারুণ এক মানুষ, এক দারুণ স্বামী এবং পিতা। হাসপাতালের বিছানায় স্ত্রী-পুত্রকে বিছানার দুই পাশে রেখে চিরনিদ্রায় চলে গিয়েছেন মাইকেল।”

কেবল হ্যারি পটারের ছবিগুলি নয়, ৫ দশক ধরে হলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন মাইকেল। কণ্ঠের জন্য বিখ্যাত ছিলেন এই অভিনেতা। হ্যারি পটার গল্পের হগওয়ার্টসের প্রিন্সিপাল ডম্বলডোরের জন্য আরও অনেকটা বেশি লাইমলাইট কেড়েছিলেন মাইকেল।

শেক্সপিয়রের গল্প ‘ওথেলো’, ‘হ্যামলেট’, ‘ম্যাকবেথ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল। ‘ওথেলো’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।