Man Ki Baat 100 Episode: অসহিষ্ণুতা ও ‘বয়কট’ বিতর্কে বিদ্ধ আমির খান প্রধানমন্ত্রীর রেডিও শো ‘মন কি বাত’-এ? অনুষ্ঠানের ১০০তম এপিসোড ঘিরে অভিনব উদ্যোগ
Mann ki Baat: বিগত ৯ বছর ধরে 'এই মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে মনের কথা শুনিয়ে আসছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্প্রচারে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

নয়াদিল্লি: ২০১৫ সালে তৎকালীন ‘প্রাক্তন’ স্ত্রীয়ের সঙ্গে কথোপকথনের সময় তাঁকে উদ্দেশ করে কিরণ রাও (Kiran Rao) বলেছিলেন, “আমাদের কি ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়া উচিত?” সেবার ‘দেশের নাগরিক’ তিনি ‘শঙ্কিত’ বোধ করেছিলেন। এর পাঁচ বছর পর, অর্থাৎ ২০২০ সালে ‘লাল সিং চাড্ডা’র শুটিং চলাকালীন তুর্কির ‘ফার্স্ট লেডি’র সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সমালোচিত হয়েছিলেন ‘পাকিস্তানপ্রেমী’ হিসেবে। ‘লাল সিং চাড্ডা’ রিলিজ়ের আগে টুইটারে ‘বয়কট’ ট্রেন্ড প্রকট হয়ে উঠলে তাঁকে বলতে হয়, “আমার ছবিকে বয়কট করবেন না। দয়া করে ছবিটি দেখুন।” এসবকিছুর বহু আগে, ২০০৬ সালে গুজরাট সরকারের তরফে নেওয়া নর্মদা বাঁধের উচ্চতাবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। পাশে দাঁড়িয়েছিলেন পরিবেশকর্মী তথা সোশ্যাল অ্যাক্টিভিস্ট মেধা পাটকরের সঙ্গে। তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)—আগামী রবিবার, ৩০ এপ্রিল, সব ঠিক থাকলে যাঁর উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’ (Mann ki Baat)-এ।
প্রসঙ্গত, সম্প্রতি ‘National Conclave Of Mann Ki Baat @100’-এ ‘থ্রি ইডিয়টস’-এর ব়্যাঞ্চো ‘মন কি বাত’কে ‘যোগাযোগের অন্যতম অস্ত্র’ বলে উল্লেখ করেছেন। অসহিষ্ণুতা-বিতর্কে বারবার বিদ্ধ-হওয়া আমির খান সেই অনুষ্ঠানে বলেন, “এভাবেই কথোপকথনের মাধ্যমে নেতৃত্ব দেওয়া উচিত।” ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুয়ায়ী, আমিরের সঙ্গে রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলি-অভিনেত্রী রবিনা ট্যান্ডন এবং অ্যাথলিট দীপা মালিক ও নিখাত জ়ারিনের।
২০১৪-এর ৩ অক্টোবর পথ চলা শুরু ‘মন কি বাত’-এর। দেখতে-দেখতে ৯৯ এপিসোড পার করে ফেলল প্রধানমন্ত্রীর রেডিয়ো শো ‘মন কি বাত’ (Maun ki Baat)। আগামী রবিবার এই অনুষ্ঠানের ১০০তম এপিসোডের সম্প্রচারকে ঘিরে অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রসার ভারতীর তরফে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হচ্ছে একটি কনক্লেভের। দেশের বিভিন্ন প্রান্তের ১০০ জন বিশিষ্টকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। আমন্ত্রণের চিঠি পেয়েছেন বাংলার ১৭ জন।
বিগত ৯ বছর ধরে ‘এই মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে মনের কথা শুনিয়ে আসছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্প্রচারে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেশের বিভিন্ন প্রান্তের কলা, সংস্কৃতির সঙ্গে যুক্ত গুণীজনেরা ডাক পেয়েছেন এই অনুষ্ঠানে। বাংলার পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পী সেরামুদ্দিন চিত্রকর, অলচিকি ভাষায় ভারতীয় সংবিধানের অনুবাদক শ্রীপতি টুডু, বারুইপুরে হাসপাতাল তৈরি-করা সইদুল লস্কর-সহ ১৭ জন আমন্ত্রণ পেয়েছেন বলেও সূত্রের খবর। সেই সঙ্গেই এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউড তারকা আমির খান, রবীনা টান্ডন-সহ বহু বিশিষ্ট শিল্পী। পুরো অনুষ্ঠানটিকে তিনটি থিমে ভাগ করা হয়েছে। প্রথম থিম ‘নারীশক্তি।’ দেশের মহিলাদের ক্ষমতায়নের অগ্রগতিকে আরও সুদুরপ্রসারী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আরও দুটি থিম থাকছে: ‘ভিরাসত কা উথান’ ও ‘জনম সম্পদ সে আত্ননির্ভরতা’। শুধু তাই-ই নয়, দু’টি বই প্রকাশের কর্মসূচীও রয়েছে এই অনুষ্ঠানে। ‘মন কি বাত অ্যাট ১০০’ নামে একটি বই প্রকাশ করবেন উপ-রাষ্ট্রপতি। এই বইয়ের মাধ্যেমে এই রেডিশো শো-এর এযাবৎ যাত্রাকে তুলে ধরা হয়েছে। অন্য আরেকটি বই প্রকাশ করবেন প্রসার ভারতীর সিইও এসএস ভিম্পাতি।
দেশের সমস্ত রাজভবনে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লির তরফে। সেই মতো প্রস্তুতি চলছে রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উপস্থিত থাকবেন সেখানে। রাজভবন সূত্রে খবর, ৬০-৭০ জন অতিথি আমন্ত্রিত হিসেবে থাকবেন এই বিশেষ অনুষ্ঠানে। প্রসঙ্গত, ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্বের আগে সামনে এসেছে অবাক করা তথ্য। আইআইএম রোহতক-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, নিয়মিত ২৩ কোটি মানুষ এই অনুষ্ঠান শোনেন। দেশের বিভিন্ন পেশার ১০ হাজার ৩ জনের সাক্ষাৎকারে উঠে এসেছে যে তথ্য, তাতে দেখা যাচ্ছে এঁদের মধ্য়ে ৯৬ শতাংশ মানুষ মোদীর এই অনুষ্ঠান সম্পর্কে অবগত।
