AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Urvashi-Rishabh Relation: মনের কোণে কি আজও লুকিয়ে প্রেম, শত কুৎসার পরও ঋষভকে নিয়ে মুখ খুললেন উর্বশী

Urvashi Rautela: তিনি পেশায় ক্রিকেটারই। তবে সম্পর্কের জল্পনায় এবার আর কোনও উষ্কানিতে নেই অভিনেত্রী। সবটাই চলছে গোপনে।

Urvashi-Rishabh Relation: মনের কোণে কি আজও লুকিয়ে প্রেম, শত কুৎসার পরও ঋষভকে নিয়ে মুখ খুললেন উর্বশী
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 8:39 AM
Share

অভিনেত্রী তথা মডেল উর্বশী রাউটেলা ও ভারতীয় ক্রিকেট টিমের উইকেট কিপার ঋষভ পান্থকে নিয়ে বেশ কয়েকবছর আগে থেকেই জল্পনা তুঙ্গে। তাঁরা নাকি একে অপরকে মন দিয়েছিলেন গোপনেই। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন দানা বাঁধেনি দুই সেলেবের মধ্যে। কিছু দিন তাঁরা চর্চায় থাকার পরই শুরু হয়ে যায় অন্য সুরে কথা বলা। একে অপরকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেও সেই স্মৃতি খুব একটা সুখকর ছিল না। একদিকে যখন বারে বারে ঋষভ পান্থকে নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী উর্বশী, জানিয়েছিলেন তাঁর মনের কথা, তেমনই অন্য দিকে ঋষভের মনে তখন রীতিমত এই সম্পর্ক ঘিরে অস্বস্তি। তিনি বারে বারে প্রকাশ্যেই উর্বশীকে আক্রমণ করেছিলেন বাক্যবাণে। কখনও তাঁকে বোন বলে, কখনও তাঁর প্রসঙ্গ এড়িয়ে গিয়ে। কখনও আবার প্রকাশ্যে সাক্ষাৎকারে উর্বশী ভুল বলছেন, এমনও দাবি তুলেছিলেন তিনি। যদিও উর্বশী কখনও ঋভের প্রসঙ্গে মুখ খুলে তাঁকে কটাক্ষ করেননি।

এবারই তাই ব্যতিক্রম হল না। ২০২২-এর শেষেই ভয়ানক গাড়ি দুর্ঘটনাতে গুরুতর আহত হন ক্রিকেটার। তাঁর সেই খবর পাওয়া মাত্রই দ্রুত আরোগ্য কামনা করেছিলেন উর্বশী রাউটেলা। এবার বেশ কয়েকমাস পর নিজের স্বাস্থ্যের আপডেট নিজেই দিলেন পান্থ। জানালেন তিনি সুস্থ হয়ে উঠছেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী। ঋষভকে নিয়ে চর্চা, আর উর্বশীকে কাছে পেয়ে সেই প্রশ্ন করবেন না পাপরাৎজিরা, তা কি হয়?

তবে প্রশ্ন মোটেও এড়িয়ে গেলেন না উর্বশী। উল্টে জানালেন, ‘‘ঋষভ আমাদের দেশের সম্পদ। আমাদের গর্ব ঋষভ পন্ত। আমার প্রার্থনা ওঁর সঙ্গে আছে।’’ যদিও এখন ঋষভ পর্ব অতীত। উর্বশীর সঙ্গে সম্পর্কের চর্চায় এখন অন্য কেউ। তবে তিনিও পেশায় ক্রিকেটারই। তবে সম্পর্কের জল্পনায় এবার আর কোনও উষ্কানিতে নেই অভিনেত্রী। সবটাই চলছে গোপনে।