Goutam Haldar Death: প্রয়াত বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম হালদার

Goutam Haldar: বিদ্যা-রাখিকে পরিচালনার পাশাপাশি বাংলা নাট্যজগতের উল্লেখযোগ্য নাম গৌতম। তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বহু নাটক। যে নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী'। 'রক্তকরবী'র নন্দিনী চরিত্রটিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল। গৌতমের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন চৈতি। TV9 বাংলাকে জানিয়েছেন, এ দুঃখ তাঁর কাছে দ্বিতীয়বার পিতাকে হারানোর মতোই।

Goutam Haldar Death: প্রয়াত বিদ্যা বালনের প্রথম ছবি 'ভালো থেকো'র পরিচালক গৌতম হালদার
গৌতম হালদার।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 12:19 PM

প্রয়াত বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম হালদার। কেবল বিদ্যা নন, রাখি গুলজ়ারকেও পরিচালনা করেছিলেন ‘নির্বাণ’ ছবিতে। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌতম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ। বিদ্যা-রাখিকে পরিচালনার পাশাপাশি বাংলা নাট্যজগতের উল্লেখযোগ্য নাম গৌতম। তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বহু নাটক। যে নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’। ‘রক্তকরবী’র নন্দিনী চরিত্রটিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল। গৌতমের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন চৈতি। TV9 বাংলাকে জানিয়েছেন, এ দুঃখ তাঁর কাছে দ্বিতীয়বার পিতাকে হারানোর মতোই।

মঞ্চে যে চরিত্রটিতে অভিনয় করে আইকনিক জায়গা পেয়েছেন চৈতি, সেই নাটকটির নাম ‘রক্তকরবী’। তাতে নন্দিনীর চরিত্রে তিনি। এই নন্দিনীকে নিজের মধ্যে অনেক বছর ধরে লালন করেছিলেন চৈতি। পিতার মতো তাঁকে প্রতিপালন করেছিলেন গৌতমই। চৈতি বলেছিলেন, “আজকে আমাকে জিজ্ঞেস করবেন না কেমন আছি। ভাল নেই আমি। মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারিয়েছি। এই যন্ত্রণা সহ্য করা যায় না। আমার মঞ্চ কেরিয়ারের সবচেয়ে সফল নাটক ‘রক্তকরবী’র নন্দিনীকে পরিচালনা করেছিলেন গৌতমদা। তিনি আজ চলে গেলেন।”

সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট করেছেন চৈতি। তাতে তিনি লিখেছেন, “গৌতমদা ভাল থেকো… আর নাগাল পাওয়া যাবে না নন্দিনী।” কেবল চৈতি নন, দেবশঙ্কর হালদার অভিনীত নাটকও পরিচালনা করেছিলেন তিনি।