Aaliyah Kashyap: বিয়ের আগেই মানসিক অবসাদের কথা বললেন অনুরাগ কাশ্যপের কন্যা
Anurag Kashyap: এবার শ্বশুরমশাই হতে চলেছেন অনুরাগ কাশ্যপও। সম্প্রতি বাগদান হয়েছে তাঁর কন্যা আলিয়ার।
সম্প্রতি বাগদান পর্ব মিটেছে পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্য়পের। বিগত কয়েক বছর ধরে বেশ অনেকটাই পাল্টেছে আলিয়ার শরীর। বেড়েছে ওজন। তাই নিয়ে কটাক্ষের সম্মুখীন হয়েছেন অনুরাগ কন্যা। মানসিক চাপও তৈরি হয়েছে তাঁর। সবটাই ব্যক্ত করেছে নিজে মুখে।
আলিয়া জানিয়েছেন, একটা সময় হারগিলগিলে রোগা ছিলেন আলিয়া। এতটাই রোগা ছিলেন যে, মনে হত শরীরে মাংস নেই তাঁর। তাঁর মায়েরও নাকি একই রকম অবস্থা ছিল। পুরোটাই নাকি জিনে বহন করছেন আলিয়া। তারপর অবসাদে চলে গিয়েছিলেন তিনি। সে সময় আন্টি-ডিপ্রেসেন্ট পিল খেতে হয়েছিল আলিয়াকে। আর তাতেই যা হওয়ার হয়েছে। এক বছরের মধ্যে ১২-১৩ কিলো ওজন বেড়ে গিয়েছে তাঁর।
আলিয়া বলেছেন, “প্রথমে বিষয়টা বেশ ভালই লাগত আমার। শরীরে বাড়তি মাংস আসায় পরিপূর্ণ মনে হত নিজেকে। এরপর আসতে শুরু করল চারপাশের কটাক্ষ এবং মন্তব্য। ম্যাসাজ করতে আসা দিদিও আমাকে বলতে শুরু করলেন, ‘তোমাকে একরকম দেখে গেলাম গত সপ্তাহে। আজ মনে হচ্ছে কত মোটা হয়ে গেছো’। এ সমস্ত মন্তব্যে আরও মন খারাপ হয়ে গিয়েছিল আমার। ভুগতে শুরু করেছিলাম মানসিক অবসাদে।” আলিয়া এও বলেছিলেন, “বিদেশে নয়, এ দেশের মানুষই এসব মন্তব্য করেন। আসলে এখানকার মানুষ অপরদিকের মানুষটিকে বেশ গুরুত্ব দিতে পছন্দ করেন।