Vicky-Katrina Anniversary: কেটে গেল এক বছর, প্রথম বিবাহবার্ষিকীতে ভিকির থেকে কী উপহার পেলেন ক্যাটরিনা?
Vicky-Katrina Anniversary: প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে।
দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০২১-এ এই দিনেই রাজস্থানের প্রাসাদের বসেছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর (Vicky-Katrina Anniversary)। পাপারাৎজি তো দূরের কথা, বলিপাড়ারও হাতেগোনা মাত্র কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই হেভিওয়েট বিয়েতে। প্রথম বিবাহবার্ষিকী পালনে এই মুহূর্তে ব্যস্ততা থেকে দূরে ছুটি কাটাচ্ছেন ভিকি-ক্যাট। আর উপহার? একটা বছর স্মরণীয় করে রাখতে দুজন দুজনকে কী উপহার দিলেন জানেন? বলিউডের সূত্র জানাচ্ছে, ভিকি নাকি তাঁর স্ত্রীকে উপহার দিয়েছেন কাস্টোমাইজড গয়না। অর্থাৎ নিজে পছন্দ করে করেছেন তাঁর ডিজাইন। অন্যদিকে ক্যাটরিনা নাকি ভিকিকে উপহার দিয়েছেন এক দামি গাড়ি। খুব শীঘ্রই হয়তো সেই গাড়ি নিয়ে বের হতে দেখা যাবে ভিকি কৌশলকে।
২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।
প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান