
বীরভূম, সিউড়ি: টিজার মুক্তি পর থেকেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কের আগুনে বারুদ পড়ে গত শনিবার কলকাতায় ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বিঘ্নিত হওয়ায় পরে। এই বিতর্কে রোষে শুধুই পরিচালক বিবেক অগ্নিহোত্রী নয়, বাদ পড়েন না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। বিবেকের এই ছবির বিষয়বস্তু জেনেও কে বাংলার এই দুই অভিনেতা ছবিটি করতে রাজি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে একশ্রেণীর মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্কের জবাবে শাশ্বত মুখ খুললেও, সৌরভ দাসকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে এবার সেই বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ দাসের স্ত্রী তথা অভিনেত্রী দর্শণা বণিক। বিবেকের ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে শাশ্বতকে দেখা যাবে মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে তো, অন্যদিকে সৌরভ দাসকে দেখা যাবে ‘গোপাল পাঁঠা’র চরিত্রে।
তা কী বললেন দর্শণা?
দর্শণার কথায়, ”আমি বুঝতে পারছি না এত বিতর্কের কী রয়েছে। এটাও বুঝতে পারছি না, কোনও অভিনেতা কেন এত কৈফিয়ৎ দিতে হবে তাঁরা কোন চরিত্রে এবং কেন অভিনয় করেছেন। অনেক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে ছবি তৈরি হয়েছে, ট্রেলার দেখে যা বুঝেছি। অভিনেতারা পাঠ পেয়েছেন, তাঁরা অভিনয় করেছেন। ছবির চরিত্রের সঙ্গে তো তাঁর রিয়েল লাইফের কোনও সম্পর্ক নেই। থাকতেই পারে না। তাহলে তো অনেকেই, অনেক ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেছেন, তাঁদের কি কোনও কৈফিয়ৎ দিতে হয়েছে! আমি কিন্তু এটা একেবারেই উদাহরণ হিসেবে বললাম।”