‘ভাল বন্ধু’ নাকি ‘ইন এ রিলেশনশিপ’– প্রথম থেকেই গোপন কথাটি গোপনেই রাখতে চেয়েছেন ক্রুশল আহুজা এবং অদ্রিজা রায়। কিন্তু ওই যে কথায় বলে , যা রটে তার কিছু তো বটে। আর এই ‘কিছু’-র কারণেই ফের একবার ওই জুটির প্রেমের গুঞ্জনে উত্তাল নেটপাড়া।
নীল-তৃণার বিয়েতে রাতের দিকেই একসঙ্গে বিয়েবাড়িতে এসেছিলেন ক্রুশল এবং অদ্রিজা। পোশাকেও যেন রঙমিলান্তি! ক্রুশল পরেছিলেন কালো শেরওয়ানি তো অন্যদিকে অদ্রিজার পোশাকেও ছিল কালোর ছোঁয়া। পাপারাৎজির দিকে হাসিমুখে তাকিয়ে পোজও দিলেন তাঁরা। বর-বউয়ের সঙ্গেও তুললেন বিস্তর ছবি। শুধু প্রেমের কথা জিজ্ঞাসা করতেই এড়িয়ে গেলেন দু’জনেই। ঠিক যেমন এড়িয়ে গিয়েছিলেন কিছু দিন আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও।
ওই অনুষ্ঠানে রচনা বন্দ্যোপাধ্যায় নাম না করে বারেবারেই ক্রুশলের সঙ্গে অদ্রিজার প্রেম নিয়ে অভিনেতাকে প্রশ্ন করলে হাল্কা হাসিতেই আটকে ছিলেন ক্রুশল। মুখ খোলেননি তেমন। এ বারেও একই ঘটনার পুনরাবৃত্তি। নিজেদের ইনস্টা অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ঘনঘন ছবি পোস্ট করলেও তাঁদের দাবি, তাঁরা এখনও শুধুই ‘ভাল বন্ধু’। তবে ক্রুশল-অদ্রিজা ভক্তদের কৌতূহলের অন্ত নেই। একসঙ্গে ছবি দেখেই তাঁদের একজন ইনস্টা কমেন্টে লেখেন, “নীল-তৃণার তো হয়ে গেল, আপনাদেরটা কবে?” আর এক জন লিখেছেন, “দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমন করলে যেন কিছুই নেই, কিছুই জান না, এ রকম করলে হবে?”
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ক্রুশল। এর আগে ওই ধারাবাহিকে তাঁর কো-স্টার স্বস্তিকা ওরফে রাধিকার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও সে গুঞ্জন বেশিদিন স্থায়ী হয়নি। বরং টেলিপাড়ার নতুন গুঞ্জন, স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গায়ক শোভন। এর পর ক্রুশলের নাম জড়ায় হিয়া অর্থাৎ অনামিকার সঙ্গে। কিন্তু সে সব গসিপে জল ঢেলে একদিন ক্রুশল নিজেই তাঁর প্রোফাইল থেকে অদ্রিজার সঙ্গে ছবি পোস্ট করতেই হিসেবে গড়মিল। টলিপাড়ার গসিপ এখন ওদের ঘিরেই।