‘আলো ছায়া’র পুষ্পা বাঈকে কীভাবে তৈরি করলেন দেবাদৃতা?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 24, 2021 | 3:12 PM

নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন দেবাদৃতা। পুষ্পার চরিত্রটি তৈরি করার জন্য প্রযোজক, পরিচালক, লেখক সকলেই সাহায্য করছেন।

‘আলো ছায়া’র পুষ্পা বাঈকে কীভাবে তৈরি করলেন দেবাদৃতা?
নতুন লুকে দেবাদৃতা।

Follow Us

জরি পাড় লাল শাড়ি। সবুজ ব্লাউজ। মারাঠি কায়দায় শাড়ি পরেছেন তিনি। হাতে কাচের চুড়ি। নাকে মারাঠিদের মতোই নথ পরা। বড় টিপ। সিঁদুরও রয়েছে। আর গোল ফ্রেমের চশমা। ঠিক এভাবেই ‘আলো ছায়া’ ধারাবাহিকে আগমন হয়েছে পুষ্পা বাঈয়ের। তিনি আর কেউ নন। এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)।

চিত্রনাট্য অনুযায়ী, ধারাবাহিকের মুখ্য চরিত্র আলো মারা গিয়েছে। ভিলেন অর্থাৎ বাবান গুণ্ডাদের দিয়ে আলোকে অপহরণ করেন। বাড়ির সকলে জানেন আলো মৃত। এদিকে আকাশের এখনও স্মৃতি ফেরেনি। স্ত্রী আলোকে এখনও মনে পড়েনি তাঁর। আলো যে মারা গিয়েছে, তাও বুঝতে পারছেন না আকাশ। বাড়ির সকলের কথায় হয়তো বুঝতে পারছেন কেউ একজন মারা গিয়েছে। কিন্তু কে তিনি সেটা বুঝতে পারছেন না। এই অবস্থায় বাড়িতে পুষ্পা বাঈয়ের আগমন।

চিত্রনাট্য অনুযায়ী, ধারাবাহিকের মুখ্য চরিত্র আলো মারা গিয়েছে।

দেবাদৃতার কেরিয়ারে এহেন চরিত্র একেবারেই নতুন। তাঁর কথায়, “কাজের লোকের বেশে কাজ করছে পুষ্পা বাঈ। একটি মারাঠি চরিত্র। দর্শক জানবেন পুষ্পাই আসলে আলো। কিন্তু সেনগুপ্ত পরিবার ওর আসল পরিচয় জানতে পারবে না। বাংলা, হিন্দি মিশিয়ে কথা বলে পুষ্পা। মজার চরিত্র। আমি বাস্তব থেকে কোনও রেফারেন্সও পাইনি। অন্য রকম চরিত্র, নিজের মতো করে তৈরি করছি।”

আরও পড়ুন, একটানা নেগেটিভ চরিত্রে অভিনয় করে বিরক্ত হয়ে গিয়েছি: মধুরিমা বসাক

নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন দেবাদৃতা। পুষ্পার চরিত্রটি তৈরি করার জন্য প্রযোজক, পরিচালক, লেখক সকলেই সাহায্য করছেন। দর্শকও এই চরিত্রকে পছন্দ করবেন বলেই তাঁর বিশ্বাস।

Next Article