প্রয়াত দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়, মাসিকে হারিয়ে শোকস্তব্ধ রানি মুখোপাধ্যায়, কী হয়েছিল?

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দুই বোনের একটি ভিডিও। সেখানে মাইকে ঝুমা রায়কে গান করতেও দেখা গিয়েছিল।

প্রয়াত দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়, মাসিকে হারিয়ে শোকস্তব্ধ রানি মুখোপাধ্যায়, কী হয়েছিল?

|

Jul 10, 2025 | 4:44 PM

প্রয়াত টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়। ছোটবেলা থেকে দেবশ্রী ও ঝুমা, রুমকি-ঝুমকি নামেই খ্যাত। ছোটবেলায় একসঙ্গে জুটি বেঁধে তাঁরা প্রচুর নাচের অনুষ্ঠান করেছেন। আর সেই সূত্রেই কলকাতাসহ গোটা রাজ্যে রুমকি-ঝুমকি হিসেবে পরিচিত ছিলেন দেবশ্রী ও ঝুমা। জানা গিয়েছে, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঝুমা রায়। তিনি থাকতেন অভিনেত্রী দেবশ্রীর পাশের বাড়িতেই। তবে এই ঝুমা রায়ের আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি রানি মুখোপাধ্যায়ের মাসি।

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দুই বোনের একটি ভিডিও। সেখানে মাইক হাতে ঝুমা রায়কে গান করতেও দেখা গিয়েছিল। জানা গিয়েছিল, একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দুই বোন।

আড়াই বছর বয়স থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন দুই বোন। রুমকি-ঝুমকি নামে জুটি বেঁধে নাচতেন তাঁরা। এরপর হঠাৎই দেবশ্রীর কাছে সিনেমার অফার আসায় তিনি সিনেমা জগতে পা রাখেন। ছোটবেলার সেই রুমকি-ঝুমকি জুটি ভেঙে গেল। দেবশ্রী রায়ের তরফ থেকে বোনের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।