‘এবাবা দেবশ্রী এই রকম করল?’ দর্শকের এরকম প্রতিক্রিয়ায় যা ভাবেন অভিনেত্রী…

Sucharita De | Edited By: Sneha Sengupta

Jan 27, 2024 | 2:30 PM

Debasree Roy: কলকাতার জমাটি শীতে লাল উইন্টার ওয়্যারে এখনও ঊষ্ণতা ছড়াচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। TV9 বাংলার প্রতিনিধির বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। অভিনয় থেকে রাজনীতির মঞ্চ হয়ে আবার অভিনয়ে ফিরলেন দেবশ্রী। আড্ডা জমল তাঁর সঙ্গে। কী বললেন 'কলকাতার রসগোল্লা'?

‘এবাবা দেবশ্রী এই রকম করল?’ দর্শকের এরকম প্রতিক্রিয়ায় যা ভাবেন অভিনেত্রী...
দেবশ্রী রায়।

Follow Us

অভিনেত্রী দেবশ্রী রায় আবার প্রচারের আলোয়। এবার যদিও রাজনীতির মঞ্চ নয়, অভিনয়ের সৌজন্যেই আবার আলোচনার বৃত্তে বাংলা সিনেমার ‘কলকাতার রসগোল্লা’। তবে একেবারে অন্য অবতারে, অন্য মাধ্যমে। পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন সিরিজ ‘কেমেষ্ট্রি মাসি’ র নাম ভূমিকায় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। বুধবার এই সিরিজের ট্রেলার মুক্তির দিন তাঁকে সামনে পাওয়া গেল। কলকাতার জমাটি শীতে লাল উইন্টার ওয়্যারে এখনও ঊষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। এই সুযোগেই বেশ কিছু প্রশ্নের মুখোমুখি দেবশ্রী রায়। অভিনয় থেকে রাজনীতির মঞ্চ হয়ে আবার অভিনয়ে ফেরা নিয়ে নানা প্রশ্নের উত্তর পাওয়া গেল তাঁর কাছ থেকে।

সিনেমার পর্দা থেকে অনেক দিন উধাও দেবশ্রী। এর পিছনে কারণ কি রাজনৈতিতে ব্যস্ততা? এই প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে বললেন, “অবশ্যই রাজনীতি। আমি যখনই যে কাজ করেছি, মন দিয়ে করেছি। রায়দীঘি গিয়ে দেখলে বুঝবেন, সেখানে আমি যে সব কাজ করেছি, তা খালি চোখেই দেখা যাবে। তবে রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার কারণে আমার অভিনয়কে একটু অবহেলা করেছি। মনে হল আমার কাজ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য আমি আবার অভিনয়ে মন দেব। তবে বললেই তো আর হল না। ভাল কাজের জন্য অপেক্ষা করছিলাম। আমি তো সিনেমায় অভিনয় করেছি, তবে সিরিজের বিষয়ে, মানে ওটিটি সম্পর্কে কোনও ধারণাই ছিল না। এর পরই এই ‘কেমেষ্ট্রি মাসি’র গল্পটা বলে পরিচালক সৌরভ। আমি ‘হ্যাঁ’ বলার আগে অনেক ভেবেছি। কারণ আমি কেবলমাত্র কাজ করব বলেই অভিনয় করে দেব, এমনটা চাই না। যে আমার কাজ দেখে দর্শক বলবে , ‘এবাবা দেবশ্রী এই রকম করল?’ দর্শকদের কথা ভেবেই এই চরিত্রটা করা।”

নতুন এই সিরিজ়ের মুখ্য চরিত্রে থাকছেন দেবশ্রী। এক সময়ের পর্দায় সব অভিনেতার সঙ্গে তাঁর কেমেষ্ট্রি ছিল দেখার মতো। এবারে তিনি কেমেস্ট্রির শিক্ষক। ট্রেলারেই চোখে পড়ল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাঁর অভিনীত চরিত্র। কেমেস্ট্রির নানা কম্বিনেশন শেখাবেন। এই সিরিজের মাধ্যমেই উঠে আসছে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থার কঠিন রূপ। সচেতন ভাবেই কি তিনি এই চরিত্রের অফারটা নিয়েছেন? উত্তরে বললেন, “এই সিরিজে দেখানো হচ্ছে শিক্ষার আলো পাচ্ছে না অনেক দরিদ্র ছাত্রছাত্রী। আর সমসাময়িক সমাজের কথা বলা হচ্ছে যখন, সমাজের নানা বিষয় তো থাকতেই হবে চিত্রনাট্যে।”

পরিচালক সৌরভ চক্রবর্তী বলেন, “সমসাময়িক গল্প বললে অবশ্যই সমাজের বর্তমান নানা সমস্যাকে বাদ দেওয়া যায় না।” নতুন প্রজন্মের সঙ্গে কাজ করে বেজায় খুশি হয়েছেন দেবশ্রী রায়। ভাল কাজ করতে চান, তাই কিছুদিনের মধ্যেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর নতুন ছবির কাজ শুরু করবেন। তিনি বলেন, “সেই ‘ত্রয়ী’তে কাজ করেছিলাম আমরা। আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব।” তাহলে এবার তাকে ঘনঘন দেখা যাবে পর্দায়? এর উত্তরে অভিনেত্রীর পরিষ্কার জবাব, “এরকম কোনও কথা নেই যে, নতুন চরিত্রে বা ভিলেনের চরিত্র করতে আগ্রহী আমি। তাই এখন এই দু’টি প্রজেক্ট করলেও ভাল সুযোগ না পেলে আবার লম্বা বিরতি থাকতেই পারে।”

সামনেই লোকসভা নির্বাচন আসছে, আবার কি তাকে রাজনীতির মঞ্চে দেখা যাবে? জবাবে অভিনেত্রী বললেন, “ভবিষ্যতের কথা তো বলা যায় না। এখন বলব না। পরে আবার দেখা গেল তখন প্রশ্নের মুখে পড়ব। আসলে আমি ঠিক জলের মতো। তবে এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করব না। এখন শুধুই ‘কেমেস্ট্রি মাসি’ নিয়েই কথা বলতে চাই। সবাই দেখে বলুক কেমন হয়েছে।” ফেব্রুয়ারির ১৪ তারিখ থেকে স্ট্রিমং শুরু হবে এই সিরিজ়ের।

Next Article