গানের পর এবার অভিনয়ের সুযোগ পেলেন দেবলীনা নন্দী! কোন ছবিতে দেখা যাবে?

যে স্বপ্ন নিয়ে এতদিন ধরে গান চর্চা, সেই সুযোগই পেয়ে গেলেন দেবলীনা। গত শনিবারই প্রযোজক রানা সরকার, তাঁর প্রযোজনায় তৈরি মহুয়ার বায়োপিক 'গুণ গুণ মহুয়া'তে প্লেব্যাকের সুযোগ দিলেন দেবলীনাকে। আর এবার খবর, শুধু প্লেব্যাক নয়। এই ছবিতে দেবলীনাকে দেখা যাবে অভিনয় করতে! শোনা যাচ্ছে, রানা সরকার প্রযোজিত এই ছবিতে মহুয়ার দিদির চরিত্রে অভিনয় করবেন দেবলীনা।

গানের পর এবার অভিনয়ের সুযোগ পেলেন দেবলীনা নন্দী! কোন ছবিতে দেখা যাবে?

|

Jan 23, 2026 | 2:50 PM

দাম্পত্য জীবনের টানাপোড়েন। বিতর্ককে ধীরে ধীরে মুছে ফেলে ফের নতুন করে জীবনকে সাজিয়ে তুলছেন সোশাল মিডিয়া সেনসেশন দেবলীনা নন্দী। ঠিক এই সময়ই তাঁর ঝুলিতে এসে পড়ল এক দারুণ সুযোগ। যে স্বপ্ন নিয়ে এতদিন ধরে গান চর্চা, সেই সুযোগই পেয়ে গেলেন দেবলীনা। গত শনিবারই প্রযোজক রানা সরকার, তাঁর প্রযোজনায় তৈরি মহুয়ার বায়োপিক ‘গুণ গুণ মহুয়া’তে প্লেব্যাকের সুযোগ দিলেন দেবলীনাকে। আর এবার খবর, শুধু প্লেব্যাক নয়। এই ছবিতে দেবলীনাকে দেখা যাবে অভিনয় করতে! শোনা যাচ্ছে, রানা সরকার প্রযোজিত এই ছবিতে মহুয়ার দিদির চরিত্রে অভিনয় করবেন দেবলীনা।

এই নিয়ে টিভি নাইন বাংলাকে রানা সরকার জানান, ‘‍মহুয়ার দিদির চরিত্রে অভিনয় করার জন‍্য ওর কথা ভাবা হয়েছিল। তবে বিষয়টা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

মহুয়ার বায়োপিকে প্লেব্যাকের সুযোগ পাওয়ার পর Tv9বাংলাকে দেবলীনা বলেছিলেন, ”দারুণ খুশি। খুবই ভাল লাগছে। তবে একটু নার্ভাসও। কারণ গান গুলো রেকডিং ভাল করে রেকর্ডিং করতে হবে, এটা একটা খুবই বড় দায়িত্ব। ” জীবনে এই মুহূর্তে চলা কঠিন সময় নিয়ে বলতে গিয়ে দেবলীনা জানান, ”খারাপ সময় এখনও চলছে। খারাপ সময়ের মধ্যে এই একটাই ভাল কিছু ঘটল। কেননা, সব শিল্পীরই একটা স্বপ্ন থাকে ছবিতে প্লেব্যাক করার। এতটা খারাপ সময়ের মধ্যে, এই সুযোগটা পেয়ে সত্য়ি ভাল লাগছে। ”

প্রযোজক রানা সরকার সেই সময় জানিয়ে ছিলেন, ”মহুয়া রায়চৌধুরীর জীপনের ট্র্যাজেডির কথা আমরা জানি। দেবলীনার লড়াইও আমার দেখছি। সেই সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে, ওকে গান গাওয়ার প্রস্তাব দিলে ভালো হয়। আশা করি দেবলীনার গাওয়া গান সকলের ভাল লাগবে।”