৭৮টা ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে গেলেন? সবটা বলেই ফেললেন দেবলীনা নন্দী

৭৮ টি ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। তবে এখন শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থ দেবলীনা। তবে মনের ভিতর ক্ষত এখনও তাজা। একদিকে তাঁর অগোছালো প্রবাহের সংসার। অন্যদিকে, সোশাল মিডিয়ায় ট্রোল। তবে এসবকে একপাশে রেখে তিনি মঞ্চে ফিরছেন।

৭৮টা ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে গেলেন? সবটা বলেই ফেললেন দেবলীনা নন্দী

|

Jan 14, 2026 | 2:27 PM

বেশ কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ার চর্চায় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। নেপথ্যে তাঁর দাম্পত্য জীবনের ঝড় এবং প্রাণনাশের চেষ্টা। ৭৮ টি ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। তবে এখন শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থ দেবলীনা। তবে মনের ভিতর ক্ষত এখনও তাজা। একদিকে তাঁর অগোছালো প্রবাহের সংসার। অন্যদিকে, সোশাল মিডিয়ায় ট্রোল। তবে এসবকে একপাশে রেখে তিনি মঞ্চে ফিরছেন। নিজেই জানিয়েছেন ১৫ জানুয়ারি থেকে ফের গানের সুরে ভাসবেন। কিন্তু তার আগে ফেসবুক লাইভে এসে সব কটাক্ষের জবাব দিলেন দেবলীনা। নেটিজেনদের সব কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন, কী ঘটেছিল সেদিন?

বুধবার সকাল ফেসবুক লাইভে এসে দেবলীনা জানালেন, ”আমি যেটা করেছি, সেটা উচিত ছিল না। একেবারেই ঠিক ছিল না। আমার মাথা কাজ করছিল না। প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য নিজেকে ভালবাসতে ভুলে গিয়েছিলাম। আমি যেটা করেছি সেটা কোনও সমস্যার সমাধান নয়। খুব মানসিক চাপে ছিলাম। অন্য কিছু ভাবার জায়গায় ছিলাম না। জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিলাম। আমি যেটা করেছি, সেটাকে একেবারেই প্রচার করতে চাই না। সবাইকে বলতে চাই, আমি খুব বড় ভুল করেছিলাম। আমি খুবই অনুতপ্ত। হাসপাতালে শুয়ে একটা কথাই ভেবেছি, সবার আগে নিজেকে ভালবাসতে হয়। ”

দেবলীনা জানান, অনেকেই তাঁর ফেসবুকে লেখালেখি করছেন যে, একগুলো ঘুমের ওষুধ খেয়ে কীভাবে বেঁচে গেলাম। কেন মৃত্যু হয়নি! বুধবার লাইভে এসে নেটিজেনদের সেই প্রশ্নের কড়া জবাব দিলেন গায়িকা। স্পষ্ট বললেন, আমরা যে ঘুমের ওষুধের নাম্বারটা বলেছি, সেটা ডাক্তাররা নিজেরা পরীক্ষা করে দেখেছেন। প্রেসক্রিপশনেও লিখেছেন। তাই নাটক করিনি। সেদিন রাতে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমাকে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না। হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ যে, তৎপরতার সঙ্গে আমাকে তাঁরা বাঁচিয়েছেন।

দেবলীনা আরও বলেন, মায়ের কাছে শুনেছি আমার জন্য প্রচুর মানুষ পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন। হয়তো ভগবান চাইছিলেন আমি গানের জন্য বেঁচে থাকি। গান নিয়ে হয়তো আরও অনেক কিছু করার আছে, তাই হয়তো বেঁচে রয়েছি সবার প্রার্থনার জন্য। দেবলীনা জানান, ”কোনও নাটক আমি করিনি। এরপর কী হবে, তখন আর সেরকম ভাবার মতো অবস্থায় ছিলাম না। আমি এই সিচুয়েশন গুলো ফেস করেছি আগেও। কী হয়েছে, কী সমস্যা এখন আর কিছুই বলব না। তোমরা ধীরে ধীরে সব জানবে। নাটক আমি করিনি। ট্রোল করছ কর, আমাকে নিয়ে ভিডিয়ো করে অনেকের লাভ হয়েছে। আমার নেগেটিভ পাবলিসিটি ভাল লাগে না।”