AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রবাহর নাম শুনে হেসে ফেললেন দেবলীনা, স্টেজে ফিরে ঠিক কী বললেন?

গত কয়েকদিন ধরে চলা টানাপোড়েনকে পরাজিত করে, সুর ধরলেন। হাসপাতাল থেকে ফিরে ১৫ জানুয়ারি দেবলীনার প্রথম স্টেজ শো। ভাল আছি, ভাল থেকো... দিয়েই শুরু করলেন গান। তারপর সেই চেনা ছন্দ, চেনা সুরে দর্শকদের মন জয় করে ফেললেন দেবলীনা।

প্রবাহর নাম শুনে হেসে ফেললেন দেবলীনা, স্টেজে ফিরে ঠিক কী বললেন?
| Updated on: Jan 16, 2026 | 3:27 PM
Share

বিতর্ক, ট্রোল, জীবনের অন্ধকার অধ্যায়কে ভুলে ফের আলোর ঝলকানির সামনে সোশাল মিডিয়া সেনসেশন গায়িকা, অভিনেত্রী দেবলীনা নন্দী। যে মঞ্চ তাঁকে জনপ্রিয়তা দিয়েছে, যে গান তাঁকে নতুন করে বেঁচে থাকার মন্ত্র শিখিয়েছে, সেই গানের কাছেই ফের ফিরে এলেন দেবলীনা। গত কয়েকদিন ধরে চলা টানাপোড়েনকে পরাজিত করে, সুর ধরলেন। হাসপাতাল থেকে ফিরে ১৫ জানুয়ারি দেবলীনার প্রথম স্টেজ শো। ভাল আছি, ভাল থেকো… দিয়েই শুরু করলেন গান। তারপর সেই চেনা ছন্দ, চেনা সুরে দর্শকদের মন জয় করে ফেললেন দেবলীনা।

কেমন আছেন তিনি?

দেবলীনা জানালেন, ”আগের থেকে অনেকটাই ভাল আছি। অনেকদিন পর মঞ্চে এসে ভাল লাগছে। স্টেজটাই আমার জায়গা। প্রথম প্রথম একটু নার্ভাস লাগছিল। কিন্তু পরে ঠিক হয়ে যায়। এরপর টানা শো রয়েছে। টানাপোড়েনের জন্য এতদিন সব বন্ধ ছিল। তবে এবার ফের নতুন করে সব ঠিক হয়ে যাচ্ছে। ”

দাম্পত্য জীবনের টানাপোড়েনের মাঝে পড়ে কয়েকদিন আগেই ৭৮ টা ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন দেবলীনা। ওই সিদ্ধান্ত যে কতটা ছিল, তা মঞ্চে এসে প্রথমেই উপলদ্ধি করেছিলেন দেবলীনা। দেবলীনার কথায়, আমার কিছু হয়ে গেলে, দর্শকদের এই ভালবাসাটাই মিস করতাম। খুব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। একেবারেই উচিত করিনি।

আগের থেকে অনেকটাই সুস্থ দেবলীনা। তবে এখনও ওষুধ চলছে তাঁর। সেই কারণেই একটানা গান গাইতে গিয়ে হাঁপিয়ে উঠছেন তিনি। দেবলীনার বিশ্বাস, খুব শীঘ্রই একেবারে সুস্থ হয়েই দাপিয়ে স্টেজ শো করবেন।

প্রবাহ কি যোগাযোগ করেছেন দেবলীনার সঙ্গে? দেবলীনাকে প্রশ্ন করা হলে, একটু চুপ করে যান দেবলীনা। হালকা হেসে একটা কথাই বলেন, ”এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না। মাফ করবেন। ”

বেশ কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ার চর্চায় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। নেপথ্যে তাঁর দাম্পত্য জীবনের ঝড় এবং প্রাণনাশের চেষ্টা। ৭৮ টি ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। তবে এখন শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থ দেবলীনা। তবে মনের ভিতর ক্ষত এখনও তাজা। একদিকে তাঁর অগোছালো প্রবাহের সংসার। অন্যদিকে, সোশাল মিডিয়ায় ট্রোল। তবে এসবকে একপাশে রেখে তিনি মঞ্চে ফিরেছেন।