Supreme Court: জট কাটল স্থায়ী VC নিয়ে, বাকি রয়েছে মাত্র ১১টি বিশ্ববিদ্যালয়
India: সুপ্রিম কোর্টের নির্দেশ, যে আটটি ক্ষেত্রে দুই পক্ষ সহমত হয়েছে, সেগুলির নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক। বাকি তিনটি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নাম ঠিক করার জন্য।

দিল্লি: রাজ্যের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট অনেকটাই কাটল। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে রাজ্য ও উপাচার্য দুই পক্ষের আইনজীবীই জানিয়েছে, আর মাত্র এগারোটিতে স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি। যার মধ্যে আটটিতে নিয়োগের ক্ষেত্রে দুই পক্ষই সহমত দিয়েছে। বাকি শুধু তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ, যে আটটি ক্ষেত্রে দুই পক্ষ সহমত হয়েছে, সেগুলির নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক। বাকি তিনটি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নাম ঠিক করার জন্য। পুরোনো প্যানেল থেকেই কাউকে বাছাই করা হবে নাকি নতুন প্রক্রিয়া চালু হবে তার সিদ্ধান্ত নেবে কমিটি। চার সপ্তাহের মধ্যে আদালতকে স্ট্যাটাস জানানোর নির্দেশ।
প্রসঙ্গত, এর আগে স্থায়ী উপাচার্য পেয়েছিল রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়। তালিকায় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। বস্তুত, রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে স্থায়ী উপাচার্য থাকলেও ১৭টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। রাজ্যের প্রস্তাবিত নামে সম্মতি দিতে রাজি হননি আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজের পছন্দ অনুযায়ী অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে শুরু করেন বিশ্ববিদ্যালয়গুলিতে। এর পরেই রাজ্য-আচার্য সংঘাত চরমে ওঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরিস্থিতি এতটাই জটিল হয়, শীর্ষ আদালত কমিটি গঠনের নির্দেশ দেয়।
