সাদা কাঁথায় মুড়ে,মা দীপিকার কোলে মুখ গুঁজে দুয়া! নিমেষে ভাইরাল ভিডিয়ো

Deepika-Ranveer: সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বাবা হয়েছেন রণবীর সিং। মা-মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর গত দু'মাসে ক্যামেরার সামনে দেখা যায়নি নায়িকাকে। তবে 'সিংঘম এগেইন' ছবির প্রচারে দেখা গিয়েছিল রণবীরকে। ছবির প্রচারে এসে তিনি জানিয়েছিলেন এই ছবির শুটিং চলাকালীন গর্ভে ছিল তাঁদের সন্তান।

সাদা কাঁথায় মুড়ে,মা দীপিকার কোলে মুখ গুঁজে দুয়া! নিমেষে ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 4:54 PM

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বাবা হয়েছেন রণবীর সিং। মা-মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর গত দু’মাসে ক্যামেরার সামনে দেখা যায়নি নায়িকাকে। তবে ‘সিংঘম এগেইন’ ছবির প্রচারে দেখা গিয়েছিল রণবীরকে। ছবির প্রচারে এসে তিনি জানিয়েছিলেন এই ছবির শুটিং চলাকালীন গর্ভে ছিল তাঁদের সন্তান। সুতরাং ইতিমধ্যে তাঁদের কন্যেরও ডেবিউ হয়ে গিয়েছে। তবে দীপিকা-রণবীরের মেয়েকে নিয়ে প্রথম থেকেই উত্তেজনা রয়েছে দর্শক মনে। খুদের এক ঝলক পাওয়ার অপেক্ষায় সবাই। মা দীপিকাই গত দুমাসে দেখা দেননি সেখানে খুদের দেখা পাওয়া বেশ কঠিন ব্যাপার। শুক্রবার সকালে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দরে দেখা গেল মেয়ে কোলে দীপিকাকে। অনেক ঘেরাটোপের মধ্যে দিয়ে মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢুকলেন নায়ক-নায়িকা।

দীপিকার যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে নায়িকার কোমরে বেবি কেরিয়ার ব্যাগ। পিছন থেকে শুধুই সেই ব্যাগের বেল্ট দেখা যাচ্ছিল। তাহলে কি অনুষ্কা শর্মা-বিরাট কোহলি, রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়ার পথেই হাঁটবেন তাঁরা? এখনও পর্যন্ত তাঁদের সন্তানদের ক্যামেরার সামনে আনেননি অনুষ্কা,রানির কেউই। দীপিকা-রণবীরের মেয়েকেও কি দেখা যাবে না প্রকাশ্যে? তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সম্প্রতি মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন দীপিকা-রণবীর। তাঁদের মেয়ে ‘দুয়া’র নাম নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন এই নাম রেখেছেন সেই কারণে। তবে কারও কোনও কথাতেই গুরুত্ব দিতে রাজি নন তাঁরা।