
বলিউডে এই মুহূর্তে কান পাতলেই শোনা যাচ্ছে, করিনা ও সইফের দাম্পত্যের ভাঙনের কথা। গুঞ্জন বলছে, সইফের উপর হামলার পর থেকেই নাকি করিনার সংসার একটু টালমাটাল। তবে এই নিয়ে নানা কিছু ছড়িয়ে পড়লেও, করিনা বা সইফ কিন্তু একটিবারও মুখ খোলেননি। ঠিক এরই মাঝে আরব সাগরের তীরে ছড়িয়ে পড়ল, আরেক দাম্পত্যের কথা। তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন ও রমণবীর সিং। আর এই গুঞ্জনের সূত্রপাত, দীপিকার কিছু ছবি থেকেই।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি দীপিকা তাঁর সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একা একাই প্যারিসে উড়ে গিয়েছেন তিনি। সাদা পোশাকে, সাদা হ্যাট পরে আইফেল টাওয়ারের সামনে দীপিকার সেই ছবি নজর কেড়েছে নেটপাড়ার। তবে নজর কাড়ার সঙ্গে সঙ্গে, এটাও ছড়িয়ে পড়েছে, যে দীপিকা নাকি রণবীরের ঘর ছেড়েছেন। তাও আবার রণবীরের সঙ্গে নানা কারণে বনিবনা না হওয়ায়। নিন্দুকরা বলছেন, বেশ কিছুদিন ধরেই নাকি মেয়েকে নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা।
তবে এই রটনায় আরও রশদ দিলেন খোদ রণবীর সিং। টুক করে দীপিকার ছবির নিচে লিখে ফেললেন, হাতের নাগালে বেরিয়ে গেছো তো! একবার দেখা দাও! দীপিকা কিন্তু রণবীরের সেই মন্তব্যে কোনও উত্তর দেননি। আর তা থেকেই জল্পনা শুরু।
২০১৮ সালের নভেম্বর মাসে ইটালির লেকে কোমোতো স্বপ্নের মতো বিয়ে সারেন রণবীর ও দীপিকা। ছমাস আগেই তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য। তারই মাঝে দাম্পত্য নিয়ে এমন গুঞ্জন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।