পদত্যাগ দীপিকার! কাজের চাপে নিলেন বড় সিদ্ধান্ত

ইনস্টাগ্রামে এক বিবৃতির মধ্যে দিয়ে নিজের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দীপিকা লেখেন, "MAMI-র বোর্ডে অধ্যক্ষ হিসেবে যে অভিজ্ঞতা লাভ করেছি তা সত্যিই আমায় সমৃদ্ধ করেছে...

পদত্যাগ দীপিকার! কাজের চাপে নিলেন বড় সিদ্ধান্ত
দীপিকা পাড়ুকোন।
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 4:38 PM

হঠাৎই বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা পাড়ুকোন। MAMI ওরফে মুম্বই অ্যাকাদেমি অব মুভিং ইমেজ-এর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী। কারণ, হিসেবে উঠে এসেছে তাঁর কাজের চাপ।

ইনস্টাগ্রামে এক বিবৃতির মধ্যে দিয়ে নিজের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দীপিকা লেখেন, “MAMI-র বোর্ডে অধ্যক্ষ হিসেবে যে অভিজ্ঞতা লাভ করেছি তা সত্যিই আমায় সমৃদ্ধ করেছে। আমার দ্বিতীয় বাড়ির মতো হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস বুঝেছি বর্তমানে আমার কাজের যা চাপ তাতে করে MAMI-কে সম্পূর্ণ মনোযোগ প্রদানে আমি অক্ষম।” তিনি আরও যোগ করেন, “মামির সঙ্গে যদিও আমার এর পরেও বন্ধন ছিন্ন হবে না।”

২০১৯ সালে MAMI-র অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন দীপিকা। এর আগে ওই পদে ছিলেন আমির পত্নী কিরণ রাও। এই মুহূর্তে দীপিকার হাতে একগুচ্ছ কাজ। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ছবি ‘৮৩’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

এ ছাড়াও শকুন বাত্রার পরবর্তী ছবিতেও অবিহ্নয় করছেন দীপিকা। ওই ছবিতে দীপিকা ছাড়াই রিয়েছে অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী। এখানেই শেষ নয় পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগামী ছবি ‘ফাইটার’-এও অভিনয় করছেন দীপিকা। বিপরীতে হৃতিক রোশন। এ ছাড়াও শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও দেখা যাবে তাঁকে।