
মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই একে একে সেখানে ভিড় করছিলেন তারকারা। শনিবার সকালেই হাজির হয়েছিলেন দেবশ্রী রায়, রাজ চক্রবর্তী। সন্ধে গড়াতেই সেখানে হাজির হলেন দেব। এ দিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাট থেকে সোজা মিঠুনকে দেখতে গেলেন অভিনেতা। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলতে দেখা গেল তাঁকে। দেব বললেন, “মিঠুন দা ভাল আছে, মজায় আছে, সুস্থ আছে। রুটিন চেক আপ তাতে ঠিক হয়ে যাক। আমার বাবার মত, সম্পর্ক বোঝানো যাবে না। মনে হয় কাল ছেড়ে দেবে।” মিঠুন ও তাঁর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। সাম্প্রতিক কালে দেবকে ঘিরে যা যা রাজনৈতিক বিতর্ক উত্থাপিত হয়েছে, সে সব কিছুকেই ব্যতিরেকে, মিঠুনকে দেখতে আসা নিয়ে তাঁর সোজাসাপটা মন্তব্য, ” যে রাজনীতি সম্পর্কে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না। আমার কাছে সম্পর্ক, কাছের মানুষরা খুব গুরুত্বপূর্ণ।”
এ দিন সকালে ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটের পথে রওনা দিয়েছিলেন দেব। সেখান থেকেই তিনি হাজির হন মিঠুন চক্রবর্তীকে দেখতে। তবে শুধু দেব নয়, হাজির ছিলেন সোহম চক্রবর্তীও। সোহমের সঙ্গে এই মুহূর্তে ‘শাস্ত্রী’ ছবির শুটিংই করছিলেন মিঠুন। দেবের সঙ্গে মিঠুনের সঙ্গে সম্পর্ক বরাবরই বেশ ভাল। এর আগে দেবের প্রযোজনায় প্রজাপতি ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন। সেই ছবি নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে হয়েছিল বিতর্ক। মিঠুনের পাশেই দেবকে দাঁড়াতে দেখা গিয়েছিল। এ দিনও ‘প্রিয় মিঠুনদা’র বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট পেয়ে খানিক নিশ্চিন্তে তিনি।