‘যখন ম্যাডাম শহরে থাকেন…’, কার জন্য এত খুশি দেব?

দেবকে সোশ্যাল মিডিয়ায় যাঁরা ফলো করেন, তাঁরা এই ম্যাডামের পরিচয় আগেও পেয়েছেন। এই ম্যাডামের সঙ্গে খুনসুটির নানা মুহূর্ত দেব নিজে শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে।

‘যখন ম্যাডাম শহরে থাকেন...’, কার জন্য এত খুশি দেব?
দেব। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 6:48 PM

‘হোয়েন ম্যাডাম ইজ ইন টাউন’। যখন ম্যাডাম শহরে থাকেন…। এ কথা লিখছেন স্বয়ং দেব (Dev Adhikari)। যে ম্যাডামের কথা লিখছেন, সে নিশ্চয়ই দেবের কাছে স্পেশ্যাল। তাই সে শহরে অর্থাৎ কলকাতায় থাকলে দেবের দৈনন্দিন আরও খুশিতে ভরে ওঠে। সেই ম্যাডাম কে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই?

দেবকে সোশ্যাল মিডিয়ায় যাঁরা ফলো করেন, তাঁরা এই ম্যাডামের পরিচয় আগেও পেয়েছেন। এই ম্যাডামের সঙ্গে খুনসুটির নানা মুহূর্ত দেব নিজে শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। ম্যাডাম অর্থাৎ আমাইরা। এই খুদের সঙ্গে দেবের সম্পর্ক কি?

আসলে আমাইরা হল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের দাদার মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে বছরের বেশিরভাগ সময় দিল্লিতে থাকে। রুক্মিণীর দাদা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। রুক্মিণী সম্পর্কে আমাইরার পিসি। দেব আর রুক্মিণীর কেমিস্ট্রির খবর তো সকলেই জানেন। ফলে আমাইরাও দেবের পরিবারই বটে। কখনও আমাইরার জন্মদিন সেলিব্রেশনে দেব থাকেন মুখ্য ভূমিকায়। কখনও বা খেলার ছলে দেবকে হেয়ার স্পা করে দেয় আমাইরা। এ হেন মজার মুহূর্তের সাক্ষী এর আগেও থেকেছেন দেবের অনুরাগীরা।

আরও পড়ুন, রক্ত সংকটের মুখে পড়তে পারে দেশ, অভিনব উদ্যোগ নিলেন অনিন্দিতা

পশ্চিমবঙ্গে নির্বাচনের ঘণ্টা বাজার পর থেকেই বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যাচ্ছিলেন দেব। করোনা সংক্রমণ অত্যধিক হারে বেড়ে যাওয়ার পর এখন সমস্ত রাজনৈতিক কর্মসূচী বাতিল করেছেন। আপাতত কোনও ছবির শুটিংও নেই। তাই পরিবারকে সময় দিতে পারবেন অভিনেতা।