‘বাবা-মা সব সময়…’, দেবের বাড়িতে এখন হট টপিক কী?

প্রসঙ্গত, বাংলা ছবির এলিজেবল ব্যাচেলর এই মেগাস্টার । দেবের দর্শকদের থেকে শুরু করে পরিবার-পরিজন সকলেই দেবের বিয়ে নিয়ে উৎসাহী। দর্শকদের কাছে দেবের জীবন খোলা বইয়ের মতো।

বাবা-মা সব সময়..., দেবের বাড়িতে এখন হট টপিক কী?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 28, 2025 | 4:12 PM

বাংলা সিনেমায় একের পর এক হিট ছবি উপহার দিয়ে দেব এখন সুপারস্টারে পরিণত হয়েছেন। খাদান-এর সুপার-ডুপার হিট দিয়েই আবার পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবির কাজ শেষ করেছেন। চলতি বছরের পুজোতেই আসতে চলেছে এই ছবি। ‘রঘু ডাকাত’-এর কাজ শেষ করেই, শেষ করলেন ‘প্রজাপতি ২’-এর শ্যুট। ইতিমধ্যেই আবার কলকাতা ফিরেই ‘ধূমকেতু’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অভিনেতা অভিনেতা। কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি, তবে এরই মাঝে লন্ডনে ‘প্রজাপতি২’-এর শ্যুট পর্বে শেষে পরিবার নিয়ে ছুটিও কাটিয়ে ফেললেন। সেই পারিবারিক ভ্রমণের বেশকিছু ছবি মেগাস্টার নিজেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। কখনও মায়ের সামনে ক্যামেরার পোজ দিচ্ছেন, তো কখনও বাবার সঙ্গে ছবি দিয়ে ক্যাপশন দিচ্ছেন, বাস্তবের প্রজাপতির মতো গল্প।

সম্প্রতি ‘ধূমকেতু’ নিয়ে TV9 বাংলায় দেওয়া দেবের সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, বাবার সঙ্গে দেবের ছবির ক্যাপশন ‘রিয়েল প্রজাপতি’ লেখার সঙ্গে কী দর্শকদের বুঝে নিতে হবে যে প্রজাপতি ছবির মতো ছেলের বিয়ে নিয়ে বাড়িতেও কথা চলতেই থাকে? এই প্রশ্নের উত্তরে দেব নিজের সিগনেচার হাসি হেসে বললেন, “একদম। বাড়িতে তো সব সময় এই নিয়ে কথা হতেই থাকে, বাবা , মা সবাই সব সময় এই টপিকেই থাকে”। এই উত্তরের পরই দেবকে প্রশ্ন করা হয়, তাহলে দেব কি খুব শীঘ্রই বিয়ে করছেন? উত্তরে সেই একগাল হাসি হেসে বলেন, “আপাতত এই বেশ ভাল আছি, খুশি আছি। ”

প্রসঙ্গত, বাংলা ছবির এলিজেবল ব্যাচেলর এই মেগাস্টার । দেবের দর্শকদের থেকে শুরু করে পরিবার-পরিজন সকলেই দেবের বিয়ে নিয়ে উৎসাহী। দর্শকদের কাছে দেবের জীবন খোলা বইয়ের মতো। বহু বছর ধরেই দেব- রুক্মিণীর জুটি সিনেমায় যেমন হিট, রিয়েল লাইফেও তাঁদের বন্ধুত্ব চর্চিত। তাই ঘুরে ফিরে দেবের বিয়ে নিয়ে নানা চর্চা স্যোশাল মিডিয়ায় চর্চায় আসতেই থাকে। সিনেমার পর্দায় বর বেশে দেবকে দেখা গেলেও বাস্তবে কবে দেখা যাবে তা তো সময়ই বলবে।