পিকচার অভি বাকি হ্যায়… ‘ধূমকেতু’ নিয়ে বিশাল খবর দিলেন দেব?

দেব-শুভশ্রীর মিষ্টি প্রেম, গল্পের টুইস্ট, রুদ্রনীল, পরমব্রত, দুলাল লাহিড়ীর দুরন্ত অভিনয়ে ধূমকেতু যেন টলিউডের তাজা বাতাস। সব মিলিয়ে প্রথম দিনই ধূমকেতু বুঝিয়ে দিচ্ছে, বলিউড 'ওয়ার'কে জিততে চলেছে টলিউডের মেগাস্টার ও লেডি সুপারস্টার।

পিকচার অভি বাকি হ্যায়... ধূমকেতু নিয়ে বিশাল খবর দিলেন দেব?

|

Aug 14, 2025 | 2:35 PM

অবশেষে অপেক্ষার অবসান। ১০ বছর পর ফের সিনেপর্দায় দেব-শুভশ্রী জুটি ম্যাজিক। ১০ বছরের বনবাস কাটিয়ে ধূমকেতুর মুক্তি। কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ম্যাজিক নিয়েই প্রথম শো থেকে দর্শকদের মনে জায়গা করে নিল দেব-শুভশ্রীর। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধূমকেতুর দুরন্ত রিভিউ। দেব-শুভশ্রীর মিষ্টি প্রেম, গল্পের টুইস্ট, রুদ্রনীল, পরমব্রত, দুলাল লাহিড়ীর দুরন্ত অভিনয়ে ধূমকেতু যেন টলিউডের তাজা বাতাস। সব মিলিয়ে প্রথম দিনই ধূমকেতু বুঝিয়ে দিচ্ছে, বলিউড ‘ওয়ার’কে জিততে চলেছে টলিউডের মেগাস্টার ও লেডি সুপারস্টার। আর বক্স অফিস তথা দর্শকদের উচ্ছ্বাসের খবর পেয়েই সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট দেবের। সঙ্গে এক বিশাল খবর।

কী লিখলেন টলিউডের মেগাস্টার?

সকলকে অনেক ধন্যবাদ জানাই ধূমকেতুকে বাংলা সিনেমার Biggest Opening দেওয়ার জন্য, সকাল থেকে এত ভালো ভালো Review দেওয়ার জন্য ও এই ছবিটাকে ভালোবাসা দিয়ে এত বড় করে তোলার জন্য। This is just the beginning, picture abhi baki hai! Lastly, thank you এত বছরের অপেক্ষার জন্য ও এত বছর ধূমকেতু কে বাঁচিয়ে রাখার জন্য!

বাংলা সিনেমার ইতিহাসে এ যেন প্রথম, সিনেমা হলে একেবারে সকাল সকাল শো। তবে সকাল হলেও, দেব-শুভশ্রীর অনুরাগীদের কাছে এই যেন ধূমকেতুর দিন। তাই তো বৃহস্পতিবার সকাল ৬ থেকেই শহরের নানা সিনেমা হলের সামনে দেশু অনুরাগীদের উন্মাদনা। ১০ বছর সুপারহিট জুটির বাম্পার আগমণ। ধূমকেতু জ্বরে এখন গোটা তিলোত্তমা।