AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাকে দেখে ‘ইন্সপায়ার্ড’ দিলীপ ঘোষ, জানালেন টিএমসি প্রার্থীর মেয়ে দেবলীনা

ফোনে দেবলীনাকে ধরা হলে তিনি বলেন, ‘আমি বাবাকে এতদিন ধরে দেখেছি, রাস্তায় হেঁটে, নির্বাচনী মিটিং-মিছিল করতে,

কাকে দেখে ‘ইন্সপায়ার্ড’ দিলীপ ঘোষ, জানালেন টিএমসি প্রার্থীর মেয়ে দেবলীনা
দিলীপ-দেবলীনা।
| Edited By: | Updated on: Mar 19, 2021 | 3:19 PM
Share

অভিনেত্রীর বাবা ২০২১ বিধানসভা নির্বাচনের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। রাসবিহারী কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী দেবাশিস কুমার, আর মেয়ে দেবলীনা ‘দিদি’র ডাই হার্ড ফ্যান। বাবার হয়ে রাজনৈতিক প্রচার করবেন কি না তা নিয়ে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সময়ে-সময়ে পোস্ট করে গিয়েছেন দেবলীনা।

আজ, শুক্রবার সকাল-সকাল আরও একবার এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার গাড়ি বেশ কিছু ছবি। ঝাঁ চকচকে গাড়ির ভিতরে-বাইরে আতিশয্যের চাপ। এসি থেকে শুরু করে এলইডি টিভি, কী নেই! এক কথায় বিলাসবহুল ভ্যানিটি ভ্যান। অভিষেক দাস নামক এক জনৈক গাড়ির ছ’ছটি ছবি পোস্ট করেন। সে-ই ছবিতে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকেও। সেই পোস্টটি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘বাংলার মেয়ে আগে পায়ে হেঁটে ঘুরতেন, আহত হওয়ার পর হুইলচেয়ারে ঘোরেন। আর এনাদের ভ্যানিটি ভ্যান ছাড়া চলে না। আসলে অনেক অভিনেতা-অভিনেত্রীরা সবে গেরুয়া শিবিরে জয়েন করছে তো, তাঁদের দেখেই বোধ হয় ইন্সপায়ার্ড।’

 

 

ফোনে দেবলীনাকে ধরা হলে তিনি বলেন, ‘আমি বাবাকে এতদিন ধরে দেখেছি, রাস্তায় হেঁটে, নির্বাচনী মিটিং-মিছিল করতে, কিন্তু কখনও দেখিনি এত দামী গাড়ি থেকে নেমে মানুষের পাশে থাকার প্রতিশ্রতি দিতে। বাবা কেন তৃণমূল কংগ্রেসের কোনও নেতাই এমন বিলাসবহুল গাড়ি নিয়ে রাজনৈতিক প্রচার করবে ভাবতে পারে না। ‘দিদি’কেই দেখুন না। কী শারীরিক অবস্থা, তাও এ ভাবে একের পর এক নির্বাচনী প্রচার করে চলেছেন।” কথাগুলো কি দিলীপ ঘোষকে উদ্দেশ্যে করেই লেখা? কলকাতার মেয়র পারিষদের কন্যার সাফ উত্তর, “একেবারে, উনি এবং ওঁর পার্টির কর্মীদের উদ্দেশ্যেই বলেছি।”