আগামিকাল বিয়ে, আর আজ ডেডলিফ্ট করছেন দেবলীনা: দেখুন ভিডিও
তাও আবার ৫-১০ কেজি নিয়ে নয়। ৪০ কেজি নিয়ে করছেন ডেডলিফট!

আগামীকাল বিয়ে করছেন। আর গতকাল রাতে ছিল মেহেন্দি। প্রি-ওয়েডিং পর্ব চলছে। কিন্তু তার মাঝেই চলছে শরীরচর্চা। কিছুক্ষণ আগেই ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করলেন ভিডিও। দশ-দশটা ডেড লিফ্ট। তাও আবার ৫-১০ কেজি নিয়ে নয়। ৪০ কেজি নিয়ে। বিয়ের দিনও যেন নিজেকে আরও ফিট রাখতে পারেন সে কারণেই শরীরচর্চায় মন দিয়েছেন দেবলীনা।
দেখুন ভিডিও
View this post on Instagram
নিজের ইনস্টা হ্যান্ডেলে আজ সকালেই মেহেন্দির ছবি পোস্ট করেছেন দেবলীনা। তারপর থেকেই একের পর এক কমেন্টে আসছে অনুরাগীদের শুভেচ্ছা। চোখে স্মাজড কাজল। কানে-মাথায় ফুলের গয়না। ঠোঁটে রেড লিপস্টিক। পরনে ব্লু স্লিভলেস কুর্তি। কোনও ছবিতে হাতে ছাতা নিয়েও পোজ দিয়েছেন কনে। আর একটিতে ফ্লন্ট করছেন হাতের মেহেন্দি। তৃতীয়তে হাতের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে দেবলীনাকে। মুখে চওড়া অনাবিল হাসি।

ফোকাসে প্রেম। সৌজন্য: ইনস্টাগ্রাম
বিয়ে নিয়ে বর-বউ কিন্তু ভীষণ এক্সাইটেড! বেনারস থেকে বেশ কিছু শাড়ি-লেহেঙ্গা কিনেছেন তিনি। বিয়ে পর্ব চলবে চারদিন। চারজন সাজাবেন দেবলীনাকে। অন্যদিকে গৌরবের রিসেপশনে রিসেপশনে টেলর-মেড স্যুট পরার ইচ্ছে।

মেহেন্দির ছবি। সৌজন্য: ইনস্টাগ্রাম
বন্ধু অভিষেক রায় এবং নীলয় সেনগুপ্ত ডিজাইনার পোশাকে সাজবেন গৌরব। তিন বছর আগে গৌরবের বোনের বিয়েতে দুজনের আলাপ হয়েছিল। তারপর প্রেম এবং আগামীকাল পিঁড়িতে বসবেন দেবলীনা-গৌরব। বাবা-মায়ের একটিমাত্র মেয়ে, ‘বাবাও ভীষণ এক্সাইটেড, বারবার বলছেন, ভালোয়-ভালোয় সব মিটে গেলেই শান্তি,” বিয়েতে বেশি লোকজন নিমন্ত্রণ করা হয়নি। ঘরোয়া আমজেই হবে বিয়ে। তবে পি সি চন্দ্র গার্ডেনস-এ বসছে প্রীতিভোজের আসর। আর ১৭ ডিসেম্বর বৌভাত, সেন্ট পলস ক্যাথিড্রাল-এ।

ছাতা হাতে: সৌজন্য: ইনস্টাগ্রাম
কিন্তু হানিমুন ঠিক করে ফেলেছন নিশ্চয়ই? দু’জনের এক উত্তর, “এই মুহূর্তে শুটিংয়ের যা ব্য়স্ততা, দু’জনের কারওরই কোথাও যাওয়ার প্ল্যান নেই।”
দেখুন দেবলীনার মেহেন্দির ছবি।





