বিয়ে করে ফেললেন ধনুশ-ম্রুণাল? ভিডিয়ো ভাইরাল হতেই সামনে এল সত্যিটা
ভিডিয়োটি দেখে এক নজরে চমকে উঠেছেন খোদ অনুরাগীরাও। কারণ, সেখানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে থলপতি বিজয়, অজিত কুমার, দুলকার সলমন, তৃষা কৃষ্ণান ও শ্রুতি হাসানের মতো মহাতারকাদেরও। দাবি করা হচ্ছে, গত ২২ জানুয়ারি চেন্নাইতেই নাকি গোপনে বিয়ে সেরেছেন তাঁরা।

দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধনুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে জল্পনার অন্ত নেই। গত কয়েকদিন ধরে নেটপাড়ায় একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রথাগত দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ে করছেন এই দুই তারকা। ধনুশ পরে আছেন সোনালি পাড়ের সাদা ধুতি ও শার্ট, আর ম্রুণালকে দেখা যাচ্ছে গাঢ় মেরুন রঙের শাড়িতে।
ভিডিয়োটি দেখে এক নজরে চমকে উঠেছেন খোদ অনুরাগীরাও। কারণ, সেখানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে থলপতি বিজয়, অজিত কুমার, দুলকার সলমন, তৃষা কৃষ্ণান ও শ্রুতি হাসানের মতো মহাতারকাদেরও। দাবি করা হচ্ছে, গত ২২ জানুয়ারি চেন্নাইতেই নাকি গোপনে বিয়ে সেরেছেন তাঁরা।
ভিডিয়োটি খুব কাছ থেকে দেখলে এবং এর নিখুঁত কারুকাজ পর্যবেক্ষণ করলে বোঝা যায় এটি আদতে বাস্তব নয়। আধুনিক প্রযুক্তির কারসাজি বা ‘এআই’ (AI-Generated) দ্বারা তৈরি একটি ভিডিয়ো এটি। নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন, ভিডিওতে উপস্থিত অভিনেতা অজিত কুমার সেই দিনটিতে দুবাইয়ে ছিলেন। ফলে ভিডিওটি যে ভুয়ো, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
View this post on Instagram
এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে ধনুশ ও ম্রুণাল ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু আমন্ত্রিত থাকবেন। কিন্তু সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই আসল খবর সামনে এসেছে। দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস সিটি’-কে জানিয়েছেন, এই খবরের কোনও সত্যতা নেই। সূত্রের দাবি, “পরের মাসে ম্রুণাল বিয়ে করছেন না। কোনও কারণ ছাড়াই এই গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে।”
ধনুশ ও ম্রুণাল অতীতে কখনওই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তাই এআই প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভিডিও যে ভক্তদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে, তা এখন স্পষ্ট। গ্ল্যামার দুনিয়ায় এমন ভিত্তিহীন খবর রটা নতুন কিছু নয়, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অপব্যবহার নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে।
