AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Track Blast in Punjab: উড়ে গিয়েছে ১৫ ফুট রেল লাইন! ছিটকে গেল ইঞ্জিন, প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় বিস্ফোরণ

Punjab Blast: বিস্ফোরণ এতটাই জোরদার ছিল যে রেললাইনের ১৫ ফুট উড়ে গিয়েছে। ওই সময়ই ট্র্য়াক দিয়ে আসছিল একটি মালগাড়ি। বিস্ফোরণের জেরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। অল্প আঘাত পেয়েছেন তিনি। 

Rail Track Blast in Punjab: উড়ে গিয়েছে ১৫ ফুট রেল লাইন! ছিটকে গেল ইঞ্জিন, প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় বিস্ফোরণ
বিস্ফোরণে উড়ে গিয়েছে রেললাইন।Image Credit: ANI
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 12:52 PM
Share

অমৃতসর: প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক? পঞ্জাবের রেললাইনে জোরদার বিস্ফোরণ। উড়ে গিয়েছে লাইনের একটা বড় অংশ। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। জখম লোকোপাইলট। ইতিমধ্যেই এই বিস্ফোরণের তদন্ত শুরু করা হয়েছে। বিস্ফোরণের পিছনে কে বা কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার শ্রী হিন্দ সামনে রেললাইনে বিস্ফোরণ হয়েছে।  গতকাল, ২৩ জানুয়ারি রাত দশটা নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরদার ছিল যে রেললাইনের ১৫ ফুট উড়ে গিয়েছে। ওই সময়ই ট্র্য়াক দিয়ে আসছিল একটি মালগাড়ি। বিস্ফোরণের জেরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। অল্প আঘাত পেয়েছেন তিনি।

পঞ্জাব পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান, এই বিস্ফোরণের পিছনে নাশকতা ছক রয়েছে। বিস্ফোরকের মাত্রা কম থাকায় বড়সড় কোনও বিপর্যয় হয়নি। মনে করা হচ্ছে, এই বিস্ফোরণের পিছনে খালিস্তানপন্থীদের হাত থাকতে পারে। প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতামূলক হামলা করার পরিকল্পনা থাকতে পারে তাদের।