দাদু ‘সুপারহিরো’, এবার ‘নায়ক’ নাতি

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 31, 2021 | 3:13 PM

ধর্মেন্দ্র নাতি অবনীশ দেওল, এবার সিনেপর্দায়। হ্যান্ডসাম নায়ককে চিনে নিন।

দাদু সুপারহিরো, এবার নায়ক নাতি
ধর্মেন্দ্র।

Follow Us

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের নাতি রাজবীর দেওল এবার নামতে চলেছেন সিনেমার ময়দানে। সুখবরটি ঘোষণা করলেন ধর্মেন্দ্র স্বয়ং। নিজের ইনস্টা হ্যান্ডেলে অভিনেতা তাঁর নাতির তিনটি ছবি পোস্ট করেন। দুটি রঙিন এবং একটি সাদা-কালো ছবি।

 

আরও পড়ুন দীপ্সিতার ‘ভোটের গান’-এ কণ্ঠ মাসির ছেলে শোভন গাঙ্গুলির

 

রাজবীরের পরনে ব্ল্যাক টিশার্ট। বিয়ার্ড লুক আর মুখে এক স্মিত হাসি। এক কথায়  রাজবীর হ্যান্ডসাম হাঙ্ক। অবনীশ বরজাতিয়া পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করতে চলেছেন রাজবীর। সে কথা জানিয়েই ধর্মেন্দ্র পাঁজি ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার নাতি #রাজবীর দেওল সিনেমা জগতে প্রবেশ করতে চলেছে।

 

 

অবনীশ বরজাতিয়ার পরিচালিত প্রথম ছবিতে অভিষেক করছে। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমার উপর যেমন ভালবাসা দিয়ে এসেচেন ঠিকত তেমনই আমার এই সন্তানদের প্রতি তেমন ভালবাসাই রাখবেন। শুভকামনা এবং শুভেচ্ছা রইল।’

 

 

একের পর এক সেলেবদের লাইকস পড়তে শুরু করেছে ধর্মেন্দ্রর পোস্টে। শুভেচ্ছা জানাচ্ছেন একের পর এক নেটিজেন। সানি দেওলের ছোট ছেলে, রাজবীর। বছর চব্বিশেকর ছেলে রাজবীর। তাঁর বড় দাদা অর্থাৎ করণ দেওল ২০১৯ সালে ‘পল পল দিল কে পাস’ ছবিতে বলিউড ডেবিউ করেন। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সাহের বাম্বা।

শুধু রাজবীর নন, পরিচালক সূরয বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়াও এই ছবির মাধ্যমে পরিচালকের আসনে বসতে চলেছেন।

Next Article