দ্বিতীয় বিয়ের পর কোথায় হনিমুনে গেলেন দিয়া মির্জা?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 26, 2021 | 4:18 PM

বলিউডের বহু তারকার ছুটি কাটানোর সাধারণ ডেস্টিনেশন মালদ্বীপ। দিয়া-বৈভবও তার ব্যতিক্রম নন।

দ্বিতীয় বিয়ের পর কোথায় হনিমুনে গেলেন দিয়া মির্জা?
বেড়াতে গেলেন দিয়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) দিয়া মির্জা (Dia mirza)। পাত্র ব্যবসায়ী বৈভব রেখি। করোনা পরিস্থিতির কারণে মুম্বইতে তাঁদের বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের ঠিক পরেই কোথাও বেড়াতে যেতে পারেননি দম্পতি। অবশেষে হনিমুনের সুযোগ মিলল।

দিয়া এবং বৈভব দুজনেই পেশাদার। নিজের নিজের কাজের জায়গায় অত্যন্ত ব্যস্ত। সে কারণেই বেড়াতে যাওয়ার জন্য সময় বের করতে পারছিলেন না বলে জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। অবশেষে ছুটি নিয়ে মালদ্বীপ বেড়াতে গেলেন এই জুটি। বলিউডের বহু তারকার ছুটি কাটানোর সাধারণ ডেস্টিনেশন মালদ্বীপ। দিয়া-বৈভবও তার ব্যতিক্রম নন।

সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন দিয়া। যে হোটেলে রয়েছেন, তাঁদের আতিথেয়তায় মুগ্ধ দম্পতি। সোশ্যাল পোস্টে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দিয়া।

বিয়েতে অনেক নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছিলেন দিয়া-বৈভব। কনে বিদায় এবং কন্যা দানের মতো সনাতন বিয়ের রীতি তাঁরা পালন করেননি। এই রীতিতে তাঁরা বিশ্বাসী নন। সে কারণেই নিজেদের বিয়ে থেকে এই সব নিয়ম সম্পূর্ণ দূরে রেখেছিলেন। দিয়ার বিয়েতে মহিলা পুরোহিতের উপস্থিতিও লক্ষণীয়। বিয়ের যেটুকু নিয়ম তাঁরা পালন করেছেন, তার ব্যবস্থাপনায় ছিলেন জনৈক মহিলা পুরোহিত। সেটাও ব্যতিক্রম বটে।

আরও পড়ুন, পতৌদি প্যালেসকে বিদায় জানালেন সোহা! কিন্তু কেন?

অনুভব সিনহার ‘থাপড়’-এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল দিয়াকে। তাঁর পরবর্তী ছবি তেলগু ভাষায় ‘ওয়াইল্ড ডগ’। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নাগার্জুন। হনিমুন সেরে ফের কাজে ফিরবেন এই জুটি।

Next Article