বিয়ের এক মাসের মধ্যেই সুখবর, মা হচ্ছেন দিয়া মির্জা

ফ্লোরাল গাউনে বেবি বাম্পের ছবি শেয়ার করে দিয়া লেখেন, "আমি আশীর্বাদধন্য। সব গল্পের শুরু যেখান থেকে হয় সেই শক্তির সঙ্গে নিজেকে জুড়ে আমি গর্বিত। ঘুমপাড়ানি গান...নতুন চারাগাছ... আর একরাশ আশা... আমার গর্ভে এই সব নতুন স্বপ্নের উদ্বোধন করতে পেরে আমি ধন্য।"

বিয়ের এক মাসের মধ্যেই সুখবর, মা হচ্ছেন দিয়া মির্জা
দিয়া মির্জা
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 12:30 PM

করোনা পরিস্থিতি, লকডাউনের আশঙ্কার মধ্যেই খুশির খবর বলিপাড়ায়। মা হচ্ছেন দিয়া মির্জা। ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে মালদ্বীপে দিয়া মির্জা। স্বামী বৈভব রেখির প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়েই ছুটি কাটাতে গিয়েছেন তিনি। সেখান থেকেই তাঁর এই খুশির খবরে আপাতত ইন্ডাস্ট্রির অন্দরেও খুশির হাওয়া।

পরন্ত বেলায় ফ্লোরাল গাউনে বেবি বাম্পের ছবি শেয়ার করে দিয়া লেখেন, “আমি আশীর্বাদধন্য। সব গল্পের শুরু যেখান থেকে হয় সেই শক্তির সঙ্গে নিজেকে জুড়ে আমি গর্বিত। ঘুমপাড়ানি গান…নতুন চারাগাছ… আর একরাশ আশা… আমার গর্ভে এই সব নতুন স্বপ্নের উদ্বোধন করতে পেরে আমি ধন্য।”

দিয়ার ওই পোস্টে মুহূর্তেই কমেন্ট করতে থাকেন সেলেব থেকে সাধারণ। অদিতি রাও হায়দারি থেকে শুরু করে বিক্রান্ত মেসে, করিশ্মা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার কমেন্টে ভরে ওঠে কমেন্ট বক্স। ১৫ ফেব্রুয়ারি দিয়ার বান্দ্রার বাড়িতে সাতপাকে বাঁধা পড়েছিলেন দিয়া-বৈভব। তাঁর বিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা দুনিয়াকে। দিয়ার বিয়েতেই প্রথম বার কোনও মহিলা পুরোহিত পুজোর যাবতীয় উপাচার সম্পন্ন করেছিলেন। কন্যা সম্প্রদান হয়নি। ইন্ডাস্ট্রি থেকে হাজির ছিলেন শুধুমাত্র অদিতি রাও হায়দারি এবং জ্যাকি ভাগনানি। এর আগে চলচ্চিত্র প্রযোজক শাহিল সঙ্ঘর সঙ্গে ২০১৪তে বিয়ে হয়েছিল দিয়ার। ২০১৯-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।