বান্দ্রার বাড়িতে সাত পাঁকে ঘুরলেন অভিনেত্রী দিয়া মির্জা এবং বৈভব রেখি। একেবারেই কাছের বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন বিয়েতে। আর মন্ত্র পড়লেন একজন মহিলা পুরোহিত!
পাত্র প্রাইভেট ইক্যুইটি প্রফেশনাল বৈভব রেখি। তাঁর সঙ্গে বিয়ের অনুভূতি দিয়া ব্যক্ত করলেন এক ছোট্ট নোটের মাধ্যমে। তিনি লেখেন, “ভালোবাসা একটি বৃত্ত। যাকে আমরা বাড়ি বলে ডাকি।
আর এটা অবাক করার মতো যখন আমরা কড়া নাড়া শুনি। দরজা খুলতে হয় এবং তাঁকে পেয়ে যাই। আপনাদের সঙ্গে সমাপ্তি এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছি। সমস্ত ধাঁধা যেন তাদের হারিয়ে যাওয়া টুকরোগুলো খুঁজে পেতে পারে। সমস্ত হৃদয় যেন আরও সুস্থ হয়ে ওঠেএবং প্রেমের অদ্ভূত সব ঘটনা আমাদের চারপাশ আরও উন্মোচন করতে পারে।
১৫ ফেব্রুয়ারি দিয়ার বান্দ্রার বাড়িতে বৈদিক মতে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। এবং গোটা বিয়ে একজন মহিলা পুরোহিত দ্বারা সম্পন্ন হয়। কোভিড-১৯ এর সমস্ত বিধি মেনে শুধুমাত্র দম্পতির কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।