বিয়ে করলেন মা ধারাবাহিকের ‘ঝিলিক’ তিথি বসু, পাত্র কে?

Sneha Sengupta |

Feb 12, 2024 | 10:07 AM

Tithi Basu: এবার দেখা যাচ্ছে, লাল বেনারসী, সোনার গয়না, শোলার মুকুট পরে বিয়েবাড়ির আসর থেকেই ভিডিয়ো শেয়ার করেছেন তিথি। সেই ভিডিয়োতে আবার উপস্থিত তাঁর এক বান্ধবীও। যে বান্ধবী তিথিকে বোঝাচ্ছেন বিয়ে করা কতটা খতরনাক বিষয়।

বিয়ে করলেন মা ধারাবাহিকের ঝিলিক তিথি বসু, পাত্র কে?
তিথি বসু।

Follow Us

‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিককে মনে আছে আপনাদের। তিথি বসু। তিনি নাকি বিয়ে করে ফেলেছেন। এই চমকে দেওয়া খবরে বেশ আগ্রহী নেটিজ়েনদের একটা বড় অংশ। ‘মা’ ধারাবাহিকের তিথি বিয়ে করলেন কবে? কাকেই বা বিয়ে করলেন, তা নিয়ে অনেকেই কৌতূহলী। আসল খবরটা কী, খোঁজ নিলে TV9 বাংলা।

কিছুদিন আগেই তিথির একটি আইবুড়ো ভাতের ভিডিয়ো ভীষণ ভাইরাল হয়েছিল। ইউটিউবে শেয়ার হওয়া ভিডিয়োটি আসলে ছিল একটি রেস্তোরাঁর বিজ্ঞাপন। সেই ভিডিয়ো পোস্ট মাত্রই পুরোটা না দেখে নেটিজ়েনদের কেউ-কেউ ধরে নিয়েছিলেন, তিথির বুঝি সামনেই বিয়ে। এ ব্যাপারে তিথি TV9 বাংলাকে বলেছিলেন, “আরে বাবা, আমি বিয়ে করছি না। এটা একটা আইবুড়ো ভাতের থালি নিয়ে ভ্লগ তৈরি করেছি মাত্র। আমি বিয়ে করছি না। করলে বিয়ের কার্ড আপনাদের শেয়ার করব এবং সেই বিয়েতে আপনাদের আমন্ত্রণও জানাব।”

এবার দেখা যাচ্ছে, লাল বেনারসী, সোনার গয়না, শোলার মুকুট পরে বিয়েবাড়ির আসর থেকেই ভিডিয়ো শেয়ার করেছেন তিথি। সেই ভিডিয়োতে আবার উপস্থিত তাঁর এক বান্ধবীও। যে বান্ধবী তিথিকে বোঝাচ্ছেন বিয়ে করা কতটা খতরনাক বিষয়। আসলে, তিথি কাউকেই বিয়ে করেননি। এই মুহূর্তে তিনি কিছুতেই বিয়ে করতে আগ্রহী নন। এটা একটা মজার রিল। যা থেকে রটেছে তিথি সদ্য বিয়ে করেছেন।

Next Article