শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান ছেড়ে দেন মীর? জানুন বিস্তারিত
শহরে মেসির অনুষ্ঠানে সঞ্চালনা করার কথা ছিল মীরের। টলিপাড়ায় চর্চা, তাঁর সঙ্গে কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটা। তবে মীরের নাকি মনে হয়েছিল, পেশাদারিত্বের অভাব রয়েছে। সেই কারণে নাকি একপ্রকার শেষ মুহূর্তেই অনুষ্ঠানটা করবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মীরের কাছে এই ঘটনার সত্যতা জানার জন্য তাঁকে ফোন করা হয়েছিল। তবে নামী সঞ্চালককে ফোনে পাওয়া যায়নি।

শহরে মেসির অনুষ্ঠানে সঞ্চালনা করার কথা ছিল মীরের। টলিপাড়ায় চর্চা, তাঁর সঙ্গে কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটা। তবে মীরের নাকি মনে হয়েছিল, পেশাদারিত্বের অভাব রয়েছে। সেই কারণে নাকি একপ্রকার শেষ মুহূর্তেই অনুষ্ঠানটা করবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মীরের কাছে এই ঘটনার সত্যতা জানার জন্য তাঁকে ফোন করা হয়েছিল। তবে নামী সঞ্চালককে ফোনে পাওয়া যায়নি।
অনুষ্ঠানের আগে জানা যায়, সঞ্চালক হিসাবে অনিন্দ্য সেনগুপ্ত থাকছেন। অনিন্দ্যর কাছে কি ইভেন্টের আগের দিন ফোন এসেছিল? TV9 বাংলার প্রশ্নের উত্তরে অনিন্দ্য জানালেন, ”আমার কাছে আগের দিনই ফোন এসেছিল। আগে যাঁর করার কথা ছিল, তিনি কেন এই অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছেন, সেটা আমার জানতে চাওয়ার কথা নয়। আমি জানতে চাইনি। তবে নিজের কিছু প্রশ্ন ছিল। তার উত্তর পাওয়ার পর আমার মনে হয়েছিল ইভেন্টটা করব। আমি এমনিতেই খেলা ভালোবাসি আর একজন পেশাদার সঞ্চালক।”
এরপর অনিন্দ্য যোগ করলেন, ”ইভেন্টের আগের দিন রাতে মীরদা আমাকে উত্সাহ দেন। বলেন যে, এই ইভেন্টটা আমি ভালো করেই করতে পারব। এমনকী ইভেন্টের দিন, যখন সমস্যা তৈরি হয়, তারপর মীরদা আমার খোঁজ নিয়েছেন। আমি ঠিক আছি কিনা সেটা জানতে চেয়েছেন। সিনিয়রদের থেকে এমন আচরণ সব সময়ে পাওয়া যায় না। মীরদা আমাকে যেভাবে সমর্থন করেছেন, তাতে আমি কৃতজ্ঞ।”
টলিপাড়ায় এই প্রশ্ন ঘুরছে, মীর কি কিছু আঁচ করেছিলেন? তাই কি একবার কথা হয়ে যাওয়ার পরও, মত বদল করেন? টলিপাড়ায় এই ঘিরে চর্চা।
