
ভূত কি সত্যি রয়েছে, এই তর্কের শেষ নেই। কেউ ভূতে ভয় পায়, কেউ আবার হেসে উড়িয়ে দেয়। তবে ভূতের গল্প কেউ ছাড়েন না। সাহিত্য থেকে সিনেমা সর্বত্র রাজত্ব করে ভূতের গল্প। তবে সত্যি ভূতের গল্প শোনা গেল শর্মিলা ঠাকুরের কন্যা, সাইফের বোন সোহা আলি খানের মুখে , অভিনেত্রী হওয়ার সঙ্গে তিনি সাইকলজির ছাত্রী, তাই তিনি কোন কথা বলার আগে নিশ্চিত ভেবেই বলেছেন।
অভিনেত্রী সোহা আলি খানের আগামী ছবি ‘ছোরি’ আসতে চলেছে। সেই ছবির প্রচারে সোহা জানান, তাঁদের একটি মহল আছে , যেখানে ভূতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাতারাতি পতৌদি পরিবার সেই মহল ছেড়ে দেয়। জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহা বলেন, ” হরিয়ানায় আমাদের একটা ‘পিলি কোঠি’ নামে মহল রয়েছে যেটা একদম প্রাইম লোকেশনে রয়েছে , যার মুল্য অনেক বেশি তবুও সেটা বিক্রি হয়না। আমার পূর্বপুরুষরা একটা সময়ে ওই ‘পিলি কোঠি’ মহলেই থাকত। তবে সেখানে ভূতের প্রভাব এত বেড়ে গিয়েছিল, সবাইকে চড় মারা, আঁছর দেওয়া, এমনকি আমাদের এক প্রমাতামহর মৃত্যু পর্যন্ত হয়েছিল ভূতের অত্যাচারে ।, এর পর রাতারাতি পতৌদি পরিবার ওই মহল খালি করে চলে আসে পতৌদি প্যালেসে। এখনও পতৌদি প্যালেসের পাশেই ‘পিলি কোঠি’র ভগ্নস্তুপ রয়ে গিয়েছে, কেউ যেতে সাহস পায়না। আমি নিজেতো দেখিনি তবে গল্প শুনেছি।”
প্রসঙ্গত সোহা আলি খানের আগামী ছবি ‘ছোরি’ ভূতের গল্প। সোহা নিজে ভূতে বিশ্বাস করে কিনা জানতে গিয়েই উঠে এল এই তথ্য।
ভূতের ভয়ে রাজারা মহল ছেড়ে দিয়ে অন্যত্র থেকেছে, এই গল্প বিভিন্ন সময়ে সিনেমার পর্দায় বা সাহিত্যের পাতায় দেখা গিয়েছে, তবে বাস্তবেও পতৌদি পরিবারের এই কাহিনি থেকে নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগছে, তাহলে নবাব পরিবারের সাইফ আলি খানের পতৌদি পরিবারও ভূতের তান্ডবে মহল ছাড়া হয়েছেন। এই সাক্ষাৎকার দ্রুত ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।