জানেন কি, নিজের ভাগ্নিকে বিয়ে করেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, তাঁকে মামা বলে ডাকতেন স্ত্রী মিঠু

Sneha Sengupta |

Feb 12, 2024 | 11:14 AM

Sabyasachi Chakraborty-Mithu Chakraborty: মিঠুর বাবা ছিলেন ফাইটার পাইলট। আর্মি পরিবারের মেয়ে তিনি। পরিবার ছিল ভয়ানক রক্ষণশীল এবং অনুশাসনে মোড়া। সব্যসাচী ছিলেন তাঁর মায়ের পরিবারের আত্মীয়। মিঠুর মায়ের দূর সম্পর্কের ভাই সব্য়সাচী। ছোটবেলা থেকেই তাঁকে চিনতেন মিঠু। সেই ফ্রক পরা বয়স থেকেই... মায়ের দূর সম্পর্কের ভাই হওয়ার সুবাদে সব্যসাচীকে 'মামা' সম্বোধন করতেন মিঠু।

জানেন কি, নিজের ভাগ্নিকে বিয়ে করেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, তাঁকে মামা বলে ডাকতেন স্ত্রী মিঠু
সব্যসাচী-মিঠু...

Follow Us

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। আর এক টলি-অভিনেতা রঞ্জিত মল্লিকের জুড়ি বলা যেতে পারে তাঁকে। রঞ্জিত মল্লিকের মতো তাঁরও কোনও রটনা নেই। কোনও মহিলাকে কেন্দ্র করে গসিপ নেই। এই দুই অভিনেতার মধ্যে প্রকৃত ‘বন্ধু’কে খুঁজে পেয়েছেন টলিপাড়ার অধিকাংশ অভিনেত্রী। জানেন কি সব্যসাচী নিজের ভাগ্নিকে বিয়ে করেছিলেন। সে এক দারুণ মজাদার গল্প।

শাশ্বত চট্টোপাধ্য়ায়কে একবার সেই গল্পটা বলেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। মিঠুর বাবা ছিলেন ফাইটার পাইলট। আর্মি পরিবারের মেয়ে তিনি। পরিবার ছিল ভয়ানক রক্ষণশীল এবং অনুশাসনে মোড়া। সব্যসাচী ছিলেন তাঁর মায়ের পরিবারের আত্মীয়। মিঠুর মায়ের দূর সম্পর্কের ভাই সব্য়সাচী। ছোটবেলা থেকেই তাঁকে চিনতেন মিঠু। সেই ফ্রক পরা বয়স থেকেই… মায়ের দূর সম্পর্কের ভাই হওয়ার সুবাদে সব্যসাচীকে ‘মামা’ সম্বোধন করতেন মিঠু।

কীভাবে বিয়ে হয় সব্যসাচী-মিঠুর? 

প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেননি মিঠু-সব্যসাচী। পরিবারের তরফ থেকেই ঘটকালি করা হয়। সম্বন্ধ করে বিয়ে হয় তাঁদের। ১৯৮৬ সালে বিয়ে হয় মিঠু-সব্যসাচীর। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনও ধরনের বিবাদ ঘটেনি সব্যসাচী-মিঠুর মধ্যে। তাঁদের সন্তান বলতে দুই পুত্র অর্জুন এবং গৌরব। দুই পুত্রই টালিগঞ্জের প্রতিষ্ঠিত অভিনেতা। সম্প্রতি বাবা হয়েছেন গৌরব। তাঁর এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের পুত্র ধীরের জন্ম হয়েছে পুজোর ঠিক আগে। ফের ঠাকুমা-ঠাকুরদা হয়েছেন মিঠু-সব্যসাচী। অর্জুন এবং তাঁর স্ত্রী সৃজার কন্যা হয়েছে আগেই। ছেলেদের বিয়ে পর তাঁদের নিজেদের আলাদা করে দিয়েছিলেন মিঠু। সব্য়াসচী একবার বলেছিলেন, “আমার স্ত্রী চান না বউমাদের সংসারে নাক গলাতে। উল্টোটাও সত্যি। এটাও চান না বউমারা এসে তাঁর স্পেসে ঢুকে পড়ুক।” ফলে এক শান্তিপূর্ণ অবস্থান রয়েছে চক্রবর্তী পরিবারে। সন্তানদের সঙ্গে ছাড়া-ছাড়া থেকেও বেঁধে-বেঁধে থাকেন।

Next Article