
অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। আর এক টলি-অভিনেতা রঞ্জিত মল্লিকের জুড়ি বলা যেতে পারে তাঁকে। রঞ্জিত মল্লিকের মতো তাঁরও কোনও রটনা নেই। কোনও মহিলাকে কেন্দ্র করে গসিপ নেই। এই দুই অভিনেতার মধ্যে প্রকৃত ‘বন্ধু’কে খুঁজে পেয়েছেন টলিপাড়ার অধিকাংশ অভিনেত্রী। জানেন কি সব্যসাচী নিজের ভাগ্নিকে বিয়ে করেছিলেন। সে এক দারুণ মজাদার গল্প। শাশ্বত চট্টোপাধ্য়ায়কে একবার সেই গল্পটা বলেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। মিঠুর বাবা ছিলেন ফাইটার পাইলট। আর্মি পরিবারের মেয়ে তিনি। পরিবার ছিল ভয়ানক রক্ষণশীল এবং অনুশাসনে মোড়া। সব্যসাচী ছিলেন তাঁর মায়ের পরিবারের আত্মীয়। মিঠুর মায়ের দূর সম্পর্কের ভাই সব্য়সাচী। ছোটবেলা থেকেই তাঁকে চিনতেন মিঠু। সেই ফ্রক পরা বয়স থেকেই… মায়ের দূর সম্পর্কের ভাই হওয়ার সুবাদে সব্যসাচীকে ‘মামা’ সম্বোধন করতেন মিঠু। ...