ঋষিকে বিয়ে করে এই কাজ করতে বাধ্য হয়েছিলেন নিতু, মন কি খারাপ হত না তাঁর?

Sneha Sengupta |

Jun 07, 2024 | 6:07 PM

Rishi-Neetu: কাপুর পরিবারের নীতি, পরিবারের কোনও মেয়েই নাকি অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কেবল পরিবারের মেয়েরা নন, পরিবারের বধূদের উপরেও চাপানো হয়েছিল এই শর্ত। ফলে নিতু থেকে শুরু করে ববিতা... কাপুর পরিবারের ছেলেদের বিয়ে করার পরই তাঁদের আপোস করতে হয়েছে কেরিয়ারের সঙ্গে।

ঋষিকে বিয়ে করে এই কাজ করতে বাধ্য হয়েছিলেন নিতু, মন কি খারাপ হত না তাঁর?
নিতু এবং ঋষি।

Follow Us

ঋষি কাপুরের সঙ্গে বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নিতু কাপুর। সেই সময় তিনি ছিলেন নিতু সিং। অভিনয় করতে-করতেই ঋষি কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নিতু। তারপর তাঁরা সাত পাকে বাঁধা পড়লেন। কাপুর পরিবারের বউ হওয়ার কারণে অভিনয় থেকে অনেক দূরে থাকতে হয়েছিল নিতুকে। বিয়ের পরে এক অদ্ভুত শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল নিতুর উপর।

কাপুর পরিবারের নীতি, পরিবারের কোনও মেয়েই নাকি অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কেবল পরিবারের মেয়েরা নন, পরিবারের বধূদের উপরেও চাপানো হয়েছিল এই শর্ত। ফলে নিতু থেকে শুরু করে ববিতা… কাপুর পরিবারের ছেলেদের বিয়ে করার পরই তাঁদের আপোস করতে হয়েছে কেরিয়ারের সঙ্গে। চিরতরে ছাড়তে হয়েছে অভিনয়। নিতু কাপুরকেও সেই একই প্রথা মেনে চলতে হয়েছে অনেকগুলো বছর। শোনা যায়, এতে নাকি খুবই কষ্ট পেতেন নিতু। তবে হ্যাঁ, পরবর্তীকালে ঋষি কাপুরের সঙ্গে কিছু ফ্যামিলি ড্রামা নির্ভর ছবিতে অভিনয় করেছিলেন নিতু। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঋষির মৃত্যুর পর পাল্টে যায় কাপুর পরিবারের অন্দরমহলের কাহিনি। কাপুর-মহিলাদের ইচ্ছের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন পরিবারের ছেলে রণবীর কাপুর। মাকে বোঝালেন ভাল থাকতে হলে বাবার মৃত্যুশোক ভুলতেই হবে তাঁকে। একমাত্র কাজই পারে তাঁকে সেই শোক থেকে বের করে আনতে। নিতুকে ফের অভিনয় করার উৎসাহ দিয়েছেন তাঁর পুত্র রণবীর কাপুরই।

কখন পরিবারের বধূ আলিয়া ভাটও। কিন্তু তিনি সৌভাগ্যবতী। রণবীরকে স্বামী হিসেবে পাওয়ার কারণেই হয়তো কাপুর পরিবারের রক্ষণশীলতা থেকে তিনি বেঁচে গিয়েছেন। রণবীর বরাবরই চাইতেন স্ত্রী আলিয়া তাঁর উজ্জ্বল কেরিয়ার নিয়েই থাকুন। হলেও তাই। বিয়ের পর আলিয়াকে একেবারেই আপোস করতে হয়নি তাঁর কেরিয়ারের সঙ্গে। তিনি প্রথম কাপুর বধূ, যিনি বিয়ের পরও অভিনয় করার ছাড়পত্র পেয়েছেন। এবং তা সম্ভব হয়েছে একমাত্র স্বামী-অভিনেতা রণবীর কাপুরের সমর্থনেই।

Next Article