Exclusive: বড় খবর! বাংলা ছবিতে দুই সুপারস্টার আবার একসঙ্গে

Big News: আজকের খবরে দর্শকদের মনে আনন্দ বেশি হবে , খুব সম্প্রতি দেব- জিৎ কে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা এখনই কোন আশার আলো দেখা না গেলেও বাংলা ছবির অন্য দুই সুপারস্টার বড় পর্দায় আসতে চলেছে শীঘ্রই।

Exclusive: বড় খবর! বাংলা ছবিতে দুই সুপারস্টার আবার একসঙ্গে

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 02, 2025 | 5:23 PM

সিনে ইন্ডাস্ট্রির গসিপ কলাম পড়তে দর্শকরা বেশ পছন্দ করে ডিজিটাল মাধ্যম হোক কিংবা খবরের কাগজের পাতা, কোনও গসিপ থাকলে সেটাই সবথেকে বেশি আলোচিত হয়। সেই খবর যদি আবার দুই নায়কের মধ্যে ঠান্ডা যুদ্ধ হোক বা নায়িকাদের ক্যাটফাইট।

তবে আজকের খবরে দর্শকদের মনে আনন্দ বেশি হবে। খুব সম্প্রতি দেব- জিৎ-কে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা এখনই কোন আশার আলো দেখা না গেলেও বাংলা ছবির অন্য দুই সুপারস্টার বড় পর্দায় আসতে চলেছেন শীঘ্রই। চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার এক ছবিতে দেখা যাবে। চন্দ্রাশিষ রায় পরিচালিত কাকাবাবু সিরিজের ‘বিজয় নগরের হিরে’ ছবিতে কাকাবাবুর সিনিয়রের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে আর কাকাবাবুর চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

এই খবর লেখার আগে কথা হল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, তিনি বললেন , ‘আমাদের প্রথম ছবি ছিল ‘ভাই আমার ভাই’ এর পর প্রায় দশ থেকে বারোটা সুপারহিট ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। ‘চন্দ্র গ্রহণ’, ‘রক্ত লেখা’, আরো অনেক ছবি, তখন প্রায় সিরিজের মত ছবি করে গেছি। তবে মাঝে অনেকটা সময় আর কাজ হয়নি, এবার আবার একসঙ্গে কাজ করবো’, তবে একটা কথা বলতেইহয় ভাই আমার ভাই এসভিএফ এর ছবি ছিল আবার বিজয় নগরের হিরে ‘ ছবিটিও এসভিএফ এর’।

এই দুই সুপারস্টার এর ভক্তদের কাছে অবশ্যই এটা বড় খবর। দুই সুপারস্টার একসঙ্গে কাজ করে নতুন প্রজন্মের স্টারদের কাছে বার্তা দিয়ে গেলেন, বাংলা ছবির উন্নতি করতে হলে হাতে হাত রেখে ছবি করতে হবে।