মিমির নতুন নায়ক, বাংলাদেশের সুপারস্টার শাকিব কত কোটির মালিক জানেন?

Shakib Khan Total Assets: প্রথমবার জুটি বাঁধতে দেখা গেল মিমি চক্রবর্তীকে। অনবদ্য উপস্থাপনার জন্যে তিনি বারবার প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে। যদিও এই ছবি এখনও ভারতে অর্থাৎ বাংলার বুকে মুক্তি পায়নি।২৮ জুন এই ছবি এপার বাংলায় মুক্তি পাওয়ার কথা। 

মিমির নতুন নায়ক, বাংলাদেশের সুপারস্টার শাকিব কত কোটির মালিক জানেন?

Jun 20, 2024 | 5:14 PM

সদ্য বাংলাদেশে ঝড় তুলেছে তাঁর নতুন ছবি তুফান। মুক্তি পাওয়ার পর থেকেই যা প্রতিটা সিনেমাহল প্রায় হাউসফুল। বিপরীতে ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। ছবি মুক্তির আগে থেকে যে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। প্রথম লুক প্রকাশ্যে আসা থেকে শুরু করে ট্রেলার লঞ্চ, ছবি পরতে-পরতে সকলের নজর কেড়েছে। আর বাংলাদেশের বুকে শাকিব খানের ছবি মানেই দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এবার তাঁরই সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা গেল মিমি চক্রবর্তীকে। অনবদ্য উপস্থাপনার জন্যে তিনি বারবার প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে। যদিও এই ছবি এখনও ভারতে অর্থাৎ বাংলার বুকে মুক্তি পায়নি।২৮ জুন এই ছবি এপার বাংলায় মুক্তি পাওয়ার কথা।

যদিও তার আগেই ছবির গান নিয়ে যে প্রকার সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে, তা কোথাও গিয়ে যেন ইঙ্গিত স্পষ্ট করে দেয়, শাকিব খান আবারও হিট। মিমি চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। বাংলাদেশের এই সুপারস্টার জানেন, কত কোটির মালিক? সোশ্যাল মিডিয়ার এক সাইটের দাবি, তিনি মোট ২০ মিলিয়ন ডলারের মালিক। যা ভারতীয় মুদ্রায় ১,৬৭,২৮,৭৮,০০০.০০ অর্থাৎ ১৬৭ কোটি ২৮ লাখ ৭৮ হাজার রুপি। আর বাংলাদেশের টাকায়, ২,৩৫,০৭,৮৪,০০০.০০ অর্থাৎ ২৩৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকা।

যা নেহাতই কম নয়। এ ছাড়াও তাঁর সম্পত্তি বিস্তর। শাকিব খানের ছবি ছাড়াও বিভিন্ন ইভেন্ট বিজ্ঞাপন থেকেও আয় নেহাতই কম নয়। নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। রয়েছে নিজের ব্যবসাও। তবে এখন তিনি ব্যস্ত তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি তুফান নিয়ে। বাংলাদেশের ভক্তরা আশা করছেন, এই ছবি মোটের ওপর ১০০ কোটির বেশি টাকা আয় করতে পারে।