দীপিকার প্রেমিক অন্য মহিলার সঙ্গে বিছানায়, অভিনেত্রীর জীবনের কালো অধ্যায়…

Deepika Padukone: রণবীর সিংকে বিয়ে করার অনেক আগে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা। সেই তালিকায় অন্যতম রণবীর কাপুর। রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক লেখালেখিও হয়েছে নানা পত্রপত্রিকায়। তাঁদের সম্পর্ক ভাঙার পর অনেকেই সত্যিটা মেনে নিতে পারেননি।

দীপিকার প্রেমিক অন্য মহিলার সঙ্গে বিছানায়, অভিনেত্রীর জীবনের কালো অধ্যায়...
দীপিকা পাড়ুকোন।
Follow Us:
| Updated on: May 27, 2024 | 11:10 AM

সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাডুকোন। সেপ্টেম্বর মাসেই তাঁর কোল আলো করে জন্ম নেবে সন্তান। সম্প্রতি একটি হলুদ রঙের গাউন পরে প্রকাশ্যে এসেছিলেন দীপিকা। তাঁর বেবি বাম্পটিই সব কথা বলে দিয়েছে। আসন্ন সন্তানকে নিয়ে দারুণ উচ্ছ্বিসত দীপিকার স্বামী রণবীর সিং। জীবনের এক অনন্য অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা যুগল। এই সময়টা হয়তো সব মেয়ের জীবনই আসে কোনও না-কোনও সময়। তখন অতীতের কথা কেউ মনে রাখেন না। অতীতের দগদগে ঘাগুলো অনেক ছোট মনে হয়। হয়তো দীপিকারও তাই মনে হচ্ছে। রণবীর সিংকে বিয়ে করার অনেক আগে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা। সেই তালিকায় অন্যতম রণবীর কাপুর। রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক লেখালেখিও হয়েছে নানা পত্রপত্রিকায়। তাঁদের সম্পর্ক ভাঙার পর অনেকেই সত্যিটা মেনে নিতে পারেননি। কিন্তু যতই যাই হোক, বিধাতার লিখন কে খণ্ডাবে! তাই দীপিকার সঙ্গে আর সম্পর্কটা টেকেনি রণবীর কাপুরের। অনেকের ধারণা দীপিকা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সেই কারণেই। তারপর অভিনেত্রীর জীবন আনন্দে ভরিয়ে দেন রণবীর সিং। দীপিকা তাঁকে বিয়ে করেন এবং তাঁদের সুখের সংসার।

কিন্তু রণবীর কাপুরের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল দীপিকার জানেন? দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙার ঠিক পরপরই ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। ক্যাটরিনাকে বলা হত দীপিকার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। বিষয়টি কিন্তু এক্কেবারেই মেনে নিতে পারেননি দীপিকা। তাঁকে একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়েছিল, “আপনি কি করবেন যদি দেখেন আপনার প্রেমিক আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিছানায় শুয়ে।” প্রশ্নটি শোনার পর আঁতকে ওঠেন দীপিকা এবং বলেন, “আমি ওই সময়টা দিয়ে আর যেতে চাই না।” তারপর অট্টহাসিতে ফেটে পড়েন। বলি ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, রণবীর এভাবেই ঠকিয়েছিলেন দীপিকা পাডুকোনকে। এবং সেই ঘটনার কারণেই নাকি অবসাদে ভুগেছিলেন দীপিকা।