‘আমার মিথ্যাকেই ভালবাসল মানুষ’, বিধায়ক-কন্যা দেবলীনার এই পোস্টে হাততালি তাঁর স্বামীর প্রাক্তন স্ত্রীর

Sneha Sengupta |

Feb 05, 2024 | 3:24 PM

Anindita Bose-Devlina Kumar: অভিনেত্রী অনিন্দিতা বসু দেবলীনার ভাল বান্ধবী। তাঁদের সম্পর্কের এক অদ্ভুত সমীকরণও রয়েছে। দেবলীনা বিয়ে করেছিলেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে। গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। সেই বিয়ে ভাঙার পর অনিন্দিতার সঙ্গে গৌরবের কিংবা দেবলীনার কোনও তিক্ততা তৈরি হয়নি। ডিভোর্সের পরপরই তিনজনে মিলে একসঙ্গে একটি ফটোশুট করেছিলেন। সেই অনিন্দিতাই দেবলীনার পোস্টে হাততালি দিয়ে নজর কেড়ে নিয়েছেন আরও একবার।

আমার মিথ্যাকেই ভালবাসল মানুষ, বিধায়ক-কন্যা দেবলীনার এই পোস্টে হাততালি তাঁর স্বামীর প্রাক্তন স্ত্রীর
গৌরব-দেবলীনা।

Follow Us

তিনি বিধায়ক কন্যা। বাবা তৃণমূলের নামকরা নেতা। সেই কারণেই নাকি তাঁর ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সুবিধা হয়েছে। এমন কথা একাধিকবার শুনতে হয়েছে অভিনেত্রী দেবলীনা কুমারকে। তিনি ট্রোলড হয়েছিলেন বটে, কিন্তু এখন আর সেসব ট্রোলিংকে পাত্তা দেন না। বরং রুখে দাঁড়ান। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সেই কথাই বলছে আরও একবার।

বব মারলির লেখা একটি কোট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবলীনা। কী সেই কোট? মারলি লিখেছিলেন, “The problem is people are being hated when they are real, and are being loved when they are fake”। এর অর্থ, মানুষের তাঁর স্বরূপ তুলে ধরলে ঘৃণার পাত্রী হয়ে ওঠেন এবং ভালবাসা পান মিথ্যাচার করলে…”

দেবলীনার বক্তব্য, বব মারলির এই গানের সঙ্গে তাঁর জীবনের খুব মিল। তিনিও যখন নিজের মিথ্যা ‘আমি’কে তুলে ধরেন, তখন মানুষ তাঁর প্রশংসা করেন। কিন্তু তাঁর সত্যিটা গ্রহণ করতে চান না। চান না বলেই তাঁকে ট্রোল্ড হতে হয় বারবার। দেবলীনার এই পোস্টে হাততালি দিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা বসু।

অভিনেত্রী অনিন্দিতা বসু দেবলীনার ভাল বান্ধবী। তাঁদের সম্পর্কের এক অদ্ভুত সমীকরণও রয়েছে। দেবলীনা বিয়ে করেছিলেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে। গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। সেই বিয়ে ভাঙার পর অনিন্দিতার সঙ্গে গৌরবের কিংবা দেবলীনার কোনও তিক্ততা তৈরি হয়নি। ডিভোর্সের পরপরই তিনজনে মিলে একসঙ্গে একটি ফটোশুট করেছিলেন। সেই অনিন্দিতাই দেবলীনার পোস্টে হাততালি দিয়ে নজর কেড়ে নিয়েছেন আরও একবার।

Next Article