
চর্চায় এবার সলমন খানের আগামী ছবি ‘সিকন্দর’। তা নিয়ে গত এক সপ্তাহ ধরেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ছবির ফাস্ট লুক। যেখানে রীতিমত দাপটের সঙ্গে ফ্রেমে ধরা দিতে দেখা যায় তাঁকে। তিনি বলিউডের ভাইজান। বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। যদিও সম্প্রতিতে তেমন বক্স অফিস কালেকশনের মাত্রা স্পর্শ করতে সক্ষম হননি সলমন খান। তা বলে কি দর কমছে ভাইজানের? একেবারেই নয়। মোটা টাকায় এবার ‘সিকন্দর’ ছবি গ্রহণ করলেন অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে সলমনের নতুন ছবি ‘সিকন্দর’-এর টিজার। আর প্রথম টিজারেই সলমন দেখিয়ে দিলেন তাঁর রুদ্র-রূপ। হাতে ধারালো অস্ত্র নিয়েই শত্রু নিধনে মাঠে নামলেন সলমন। ইনসাফ নয়, সব সাফ করতে এসেছি! গর্জন তুললেন বলিউডের ভাইজান।
আর এই ছবির জন্যই সলমন খান মোটের ওপর পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটির ওপর। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে টাকার অঙ্ক নাকি ১২০ কোটির। যদিও ছবির টিজারে যেভাবে প্রতিক্রিয়া মিলেছে তা দেখে একশ্রেণির অনুমান ভালই ব্যবসা করবে ‘সিকন্দর’। টিজার দেখে সলমন অনুরাগীরা বললেন, “সিকন্দর ছবির মধ্য়ে দিয়ে সলমন আসলে লরেন্স বিষ্ণোই গ্য়াংকেই জবাব দিতে চেয়েছেন। তিনি বুঝে দিয়েছেন, এসব প্রাণনাশের হুমকিকে তিনি ফুৎকারে উড়িয়ে দেন।”
সলমনের ‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানা।