‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে জিৎ-প্রসেনজিতের সঙ্গে যুক্ত আরও এক বাংলার স্টার সোহম চক্রবর্তী

Sucharita De | Edited By: আকাশ মিশ্র

Apr 02, 2025 | 7:36 PM

তিনি সকলের পছন্দের সোহম চক্রবর্তী। দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে 'খাকি -দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ তো তাঁকে কেউ দেখতে পাননি। তাহলে প্রতিবেদনে এমন কথা কেন লেখা আছে?

খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজে জিৎ-প্রসেনজিতের সঙ্গে যুক্ত আরও এক বাংলার স্টার সোহম চক্রবর্তী

Follow Us

‘খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার’ এই সিরিজ এখন দর্শকদের পছন্দের তালিকায় অন্যতম। বাংলা ছবির দুই সুপারস্টার এই প্রথম একসঙ্গে পর্দায়, প্রসেনজিৎ-জিৎ। তবে এই দুই স্টারের পাশাপাশি আর এক একজন বাংলার স্টার এই সিরিজের সঙ্গে যুক্ত। তিনি সকলের পছন্দের সোহম চক্রবর্তী। দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে ‘খাকি -দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ তো তাঁকে কেউ দেখতে পাননি। তাহলে প্রতিবেদনে এমন কথা কেন লেখা আছে?

আসলে সোহম চক্রবর্তী পর্দার পিছনে কাজ করেছেন। একটু খোলসা করে বলতে গেলে, অভিনেতা সোহম চক্রবর্তীর কম্পানি ‘সোহমস এন্টারটেইনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশন’ এই সিরিজের লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মহাকরণ, যেখানে যেখানে শ্যুট হয়েছে, সেই সব দায়িত্ব সামলেছে সোহমের কম্পানি। তবে এই সিরিজে অভিনয়ের প্রস্তাব এসেছিল কি? এই প্রশ্নের উত্তরে সোহম বলেন, “না, অভিনয়ের প্রস্তাব আসেনি ঠিক, তবে এতবড় প্রজেক্টের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকতে পেরে খুশি”।

এই প্রসঙ্গেই তিনি আরও জানান, বহু মানুষের কাছে তিনি কৃতজ্ঞ। যেমন সন্দীপ রুদ্র, বহুদিন ধরেই তিনি লাইন প্রডিউসার হিসেবে পরিচিত, তাঁর মাধ্যমেই এই কাজ সোহমের কাছে আসে। সঙ্গে নায়ক জানান, পশ্চিমবঙ্গের নানা আমলা ও সরকারী আধিকারিকদের সহায়তায় নিশ্চিন্তে এই দুই তারকাকে নিয়ে শ্যুট করা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গেই উঠে আসে আগামী বিধানসভার নির্বাচনের জন্য কতটা প্রস্তুত সোহম? উত্তরে জানান, তিনি সদা প্রস্তুত রাজনীতির জন্য। তবে আগামী নির্বাচনে কোথা থেকে লড়বেন বা আরও নতুন কে কে আসছেন রাজনীতির ময়দানে? এসব প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে যান তিনি। তবে এও জানান, দলের সুপ্রিমো (মুখ্যমন্ত্রী) যা বলবেন, তিনি তাই করবেন।