জয়া, সিনেমার পর্দায় দীর্ঘদিনের সফর তাঁর। চেয়েছিলেন অভিনেত্রী হতে। সেই স্বপ্ন পূরণ হয় তাঁর। খুব কম বয়সেই জায়গা করে নিয়েছিলেন তিনি পর্দায়।
তবে ছবি করাই তাঁর কেরিয়ারে একমাত্র পেশা নয়। তিনি ছিলেন স্কুল শিক্ষিকা। পড়াতেন। আর সেখান থেকে বেতনও নেহাতই কম পেতেন না।
অমিতাভ বচ্চন কেরিয়ারের শুরুতে এক শিপিং সংস্থা থেকে কাজ করতেন। যেখানে তাঁর মাইনে ছিল মাত্র ৪৫০ টাকা। যেখানে জয়ার মাইনে ছিল বহুগুন বেশি।
জয়া বচ্চন পেতেন মোট ৩০০০ টাকা মাইনে। তিনি চেয়েছিলেন একের পর এক ছবিই করে যেতে। সুযোগও পেয়েছিলেন। তবে মাত্র ১৩ বছর বয়সেই পড়াতে শুরু করেছিলেন জয়া।
নাতনি নভ্যা নভেলির পডকাস্টে নিজের কেরিয়ারের শুরুর কথা জানিয়েছিলেন জয়া বচচ্ন। তিনি প্রথম মাইনে পেয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে।
যদিও তাঁর কথায়, মনে পড়ে না প্রথম মাইনে কত ছিল। কারণ তিনি সমস্তটা তাঁর বাবার হাতে তুলে দিতেন। একটা সময় পর তিনি স্থির করেন যে তাঁর টাকা তিনি নিজেই যত্নে রাখবেন।
জয়ার কথায়, যখন তিনি পড়তে যেতেন, একটু বড় হওয়ার পরই তিনি তাঁর বাবাকে বলেছিলেন, পরিবারের টাকা তাঁর চাই না। তিনি নিজেরটা নিজেই রোজগার করে নেবেন। তেমনটাই করেছিলেন।
এরপর তিনি দিল্লিতে একটি স্কুলে যুক্ত হয়েছিলেন সহকারী শিক্ষিকা হিসেবে। তখন তিনি মাইনে পেয়েছিলেন ৩০০০ টাকা। যা আজও তাঁর স্মৃতিতে বর্তমান।