সইফ-অমৃতার বিয়ের সময় কত বছর বয়স ছিল করিনা? শুনলে চমকে যাবেন

Jan 15, 2025 | 7:56 PM

Bollywood Gossip: হাজির ছিলেন সইফ আলি খানের বর্তমান স্ত্রী করিনা কাপুর খানও। পরিবারের সঙ্গে ছোট্ট করিনা সেই বিয়ে খেতে এসেছিলেন। জানেন কি, সইফ আলি খানের প্রথম বিয়ের সময় কত বয়স ছিল করিনার? এবং করিনাকে দেখে কী বলেছিলেন সইফ?

সইফ-অমৃতার বিয়ের সময় কত বছর বয়স ছিল করিনা? শুনলে চমকে যাবেন

Follow Us

খুবই তিক্ততার সঙ্গে বিয়ে ভেঙেছিল অমৃতা সিং এবং সইফ আলি খানের। মাত্র ২১ বছর বয়সে বলিউডের অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন বলিউডের নবাব পরিবারের ছোটে নবাব অভিনেতা সইফ আলি খান। অমৃতা থেকে বয়সে অনেকটাই ছোট সইফ। পরিবারকে না জানিয়ে, মা শর্মিলা ঠাকুরের থেকে লুকিয়ে অমৃতাকে বিয়ে করেন তিনি। এই খবর ঝড় তুলেছিল পাতৌদি পরিবারে। কিন্তু ছেলে ভাল আছে, তা দেখে অমৃতাকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন পতৌদিরা। পরবর্তীতে বড় করে রিসেপশনের ব্যবস্থা করেছিলেন তাঁরা। সেই রিসেপশন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউডের অনেকে। হাজির ছিলেন সইফ আলি খানের বর্তমান স্ত্রী করিনা কাপুর খানও। পরিবারের সঙ্গে ছোট্ট করিনা সেই বিয়ে খেতে এসেছিলেন। জানেন কি, সইফ আলি খানের প্রথম বিয়ের সময় কত বয়স ছিল করিনার? এবং করিনাকে দেখে কী বলেছিলেন সইফ?

জানলে অবাক হবেন, সইফ-অমৃতার বিয়ের সময় করিনার বয়স ছিল মাত্র ১০। নবদম্পতিকে তিনি শুভেচ্ছাবার্তা জানাতে গিয়েছিলেন। সেই সময় করিনাকে ‘বেটা’ সম্বোধন করেছিলেন সইফ। জিজ্ঞেস করেছিলেন, “ক্যাসে হো বেটা?”

পরবর্তীকালে অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে ভেঙে যায় সইফের। তাঁর দুই সন্তান ইব্রাহিম এবং সারাকে পতৌদি পরিবার ত্য়াগ করেন অমৃতা। ভেঙে চুরমার হয়ে যায় পরিবার। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন সইফের বাবা মনসুর আলি খান পতৌদি। কেন না, সইফের ছেলে ইব্রাহিম ছিল তাঁর প্রচণ্ড আপন। নাতিকে ছেড়ে তিনি কীভাবে থাকবেন, সেই দুঃখে ডুবে গিয়েছিলেন সিনিয়র পতৌদি।

প্রথম বিয়ে ভাঙার অনেকগুলো বছর পর ‘টশন’ ছবির সময় করিনার সঙ্গে ভাব হয় সইফের। তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং বিয়েও করেন তাঁরা। সইফ-করিনার দুই সন্তান-তৈইমুর এবং জেহ।

 

Next Article